এত দিন পর হয়তো জোহান ক্রুয়েফকে জবাব দিলেন বার্সার রাজপুত্র।
সাও পাওলোর ‘ওয়ান্ডার কিড’-এর সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। সব জল্পনা। বরং নেইমারের সঙ্গে তাঁর বোঝাপড়া আরও মজবুত হচ্ছে। তাইল্যান্ডকে ৭-১ উড়িয়ে কুয়ালা লামপুরে শনিবার মালয়েশিয়া একাদশের বিরুদ্ধে নামার আগে অকপট স্বীকারোক্তি লিওনেল মেসির।
হঠাৎ মিডিয়া নেইমারকে নিয়ে কেন জল্পনা করবে সেটা যদিও স্পষ্ট নয়। ‘বার্সার বোমা’ তো প্রতি দিনই মেসির উচ্ছ্বসিত প্রশংসা করে চলেছেন। তা হলে কি প্রাক মরসুম সফর শুরুর আগে কিংবদন্তি ডাচ ফুটবলার ক্রুয়েফের মেসি-নেইমার জুটির সাফল্য নিয়ে সংশয় প্রকাশের জবাব দিলেন বার্সার আর্জেন্তিনীয় তারকা? |
বার্সার প্র্যাক্টিসে মেসির ক্লাসে নেইমার। ছবি: এএফপি |
“আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। সংবাদমাধ্যমে এ সব বেরিয়েছে। আমরা মাঠের ভিতরে আর বাইরে পরস্পরকে জানার, বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করছি। আমরা একসঙ্গে খুব বেশি খেলিনি। তবে নেইমার ক্লাবকে, আমাদের আর ভক্তদের অনেক আনন্দ এনে দেবে,” বলেছেন মেসি। সঙ্গে আরও যোগ করেছেন, “গত বছর চোট নিয়ে শেষ করেছিলাম। এখন বেশ ভাল আছি। শারীরিক দিক থেকে এ বার মরসুমের শুরুটা বেশ ভাল করেছি। জানি না, এশিয়ায় ট্যুর প্রস্তুতির জন্য সেরা কি না।” বার্সা-ভক্তদের আশ্বস্ত করে মেসি আরও বলেছেন, “চেষ্টার ত্রুটি রাখছি না। অনেক ইভেন্টে অংশও নিচ্ছি। প্রচুর ঘুরতে হচ্ছে। যখনই পারছি ট্রেনিং নিচ্ছি। ম্যাচগুলোকে গুরুত্ব দিচ্ছি। এতে ছন্দে আসতে সুবিধে হবে। খুব ভাল প্রস্তুতি চলছে।”
নতুন কোচ জেরার্দো মার্টিনোর স্টাইলেও সন্তুষ্ট বার্সা তারকা। বলেন, “জেরার্দো আমাদের বলেছেন, গত কয়েক বছর ধরে আমরা যে ফুটবলটা খেলেছি সেটাই ফিরিয়ে আনতে হবে। আক্রমণের ধার বাড়িয়ে বল কাড়ায় উন্নতি করতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি। জেরার্দো টিমে কোনও পরিবর্তন করতে আসেননি। গত বছর আমরা যা হারিয়েছি, সেগুলোই ফিরিয়ে আনতে এসেছেন।”
পাল্টা জবাব দেওয়া তাঁর স্বভাব নয়। বার্সেলোনায় এক প্রতিবেশী প্রচণ্ড উত্ত্যক্ত করায় তাঁর বাড়িটাই কিনে নিয়েছিলেন মেসি। কিংবদন্তি ফুটবলারের অহেতুক সমালোচনায় ‘বিরক্ত’ বার্সা তারকা নিজস্ব স্টাইলেই জবাবটা দিলেন কি? |