বিশ্ব ব্যাডমিন্টনের সুপারপাওয়ার দেশের মাটিতেই কি ভারতীয় ব্যাডমিন্টন রানির মুকুটের হাতবদল ঘটে গেল?
‘ভারতীয় ব্যাডমিন্টনের মুখ’ সাইনা নেহওয়ালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে হারের হ্যাটট্রিকের দিনই দেশের প্রথম মেয়ে হিসেবে সেই টুর্নামেন্টেই সিঙ্গলস সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়ল পুসারলা বেঙ্কট সিন্ধু। যে অষ্টাদশী টিনএজার ব্যাডমিন্টন দুনিয়ায় পি ভি সিন্ধু নামে বেশি পরিচিত। কিন্তু ইদানীং বেশি তকমা পাচ্ছে ‘হায়দরাবাদের নতুন সাইনা’ নামে!
পাঁচ ফুট এগারো ইঞ্চির রোগাসোগা মেয়েটির শুক্রবারের গুয়াংঝৌ-কীর্তির পর এই তকমা বদলে ‘হায়দরাবাদের নতুন ব্যাডমিন্টন রানি’ হলেও আশ্চর্যের নয়! বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আবির্ভাবেই পরপর দু’দিন চিনের মাটিতে দুই প্রাক্তন বিশ্বসেরা চিনা তারকাকে হারিয়ে পদক-মঞ্চে জায়গা পাকা করে ফেলল বিশ্ব র্যাঙ্কিংয়ে বারো নম্বর ভারতীয় মেয়ে। এ বার টুর্নামেন্টের নতুন নিয়মে পরাজিত সেমিফাইনালিস্টরাও ব্রোঞ্জ পদক পাবে। সে কারণে সিন্ধুর বিশ্ব-মঞ্চ থেকে কমপক্ষে ব্রোঞ্জ নিশ্চিত। যে নজির ভারতীয় ব্যাডমিন্টন ইতিহাসে একমাত্র আছে প্রকাশ পাড়ুকোনের। তিরাশির কোপেনহাগেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে হারের পর তৃতীয় স্থানের ম্যাচ জিতে ব্রোঞ্জ পান দীপিকা পাড়ুকোনের কিংবদন্তি ব্যাডমিন্টন-পিতা। এ ছাড়া গত বিশ্ব ব্যাডমিন্টনে মেয়েদের ডাবলসে ব্রোঞ্জ জেতে জ্বালা গাট্টা-অশ্বিনী পোনাপ্পা জুটি। |
এ দিন তিয়ানহি ইন্ডোর স্টেডিয়ামের স্লো কোর্টে প্রতিপক্ষের লম্বা-লম্বা র্যালির সঙ্গে এঁটে উঠতে না পেরে যখন প্রায় একই সময় গায়ে-গায়ে কোর্টে কোয়ার্টার ফাইনাল থেকে সাইনা ও পারুপল্লি কাশ্যপ ছিটকে যাচ্ছেন, তখন চিফ কোচ পুল্লেলা গোপীচন্দের কার্যত দিশাহারা অবস্থা! সাইনা না কাশ্যপ, কার কোর্টের ধারে দাঁড়িয়ে বিকল্প গেমপ্ল্যান বাতলাবেন বুঝতে পারছিলেন না। সেই লোককেই কিছুক্ষণ পর আনন্দে আত্মহারা হয়ে সিন্ধুকে গভীর ভাবে জড়িয়ে ধরতে দেখা গেল। ততক্ষণে তিন বছর আগে গুয়াংঝৌ এশিয়াডেই সোনাজয়ী শিজিয়ান ওয়াংকে মাত্র ৫৫ মিনিটে স্ট্রেট গেমে দশম বাছাই সিন্ধু হারিয়ে দিয়েছেন ২১-১৮, ২১-১৭। যার ঔজ্জ্বল্যে অলিম্পিক পদকজয়ী সাইনার ১৩ নম্বর বাছাই কোরীয় ইয়ন জু বায়ে-র কাছে ২১-২৩, ৯-২১ পরাজয় কিংবা তৃতীয় বাছাই চিনা দু পেংগু-র বিরুদ্ধে কাশ্যপের ২১-১৬, ২০-২২, ১৫-২১ হারের খবর পিছনে চলে গেছে।
সিন্ধুর ক্ষমতায় মুগ্ধ পাড়ুকোন। প্রাক্তন অল-ইংল্যান্ড চ্যাম্পিয়ন গতকালই গুয়াঝৌর পারফরম্যান্সে সাইনার চেয়ে সিন্ধুকে এগিয়ে রেখেছিলেন। আজ ফোনে বললেন, “যে ভাবে চব্বিশ ঘণ্টার মধ্যে সিন্ধু পরপর দু’জন টপ র্যাঙ্কড্ চিনা প্রতিদ্বন্দ্বীকে তাদের দেশের কোর্টেই হারিয়েছে, সে রকম নজির সাইনার কেরিয়ারেও নেই। সিন্ধুর অভাবনীয় উচ্চতা, কোর্টে অসাধারণ গতি, স্ম্যাশের জোর, প্রতিকূল পরিস্থিতিতেও উইনার মারার মতো বরফশীতল স্নায়ু ওকে প্রায় অপরাজেয় করে তুলেছে। সাইনার সঙ্গে সিন্ধুর তুলনায় যেতে চাই না। তবে বিশ্ব ব্যাডমিন্টনে চিনা মেয়েদের একাধিপত্যে তাদের দেশের মাটিতেই সিন্ধু যে ভাবে প্রবল ধাক্কা দিয়েছে, তা মনে হয় ওরা চিরকাল মনে রাখবে। আগামী দিনে চিনাদের কাছেও ভয় পাওয়ার মতো একজন প্রতিদ্বন্দ্বী থাকছে। আর ভীষণ গর্বের বিষয়, সে একজন ভারতীয়।”
সিন্ধুর মা পি বিজয়া এবং বাবা পি ভি রামানা দু’জনই ভলিবলার। তার মধ্যে রামানা প্রাক্তন ভারত অধিনায়ক এবং অর্জুন। মেয়ের ইতিহাস গড়া সাফল্যকে তাঁরা এ দিন উৎসর্গ করেন গোপীচন্দকে। হায়দরাবাদে গাচ্চিবোলিতে যাঁর অ্যাকাডেমি গত কয়েক বছর ভারত থেকে বিশ্বমানের ব্যাডমিন্টন প্লেয়ার তৈরির সেরা কারখানা। সাইনা থেকে সিন্ধু, কাশ্যপ থেকে জ্বালা। পোনাপ্পা, জয়রাম ... গোটা দলই গোপীচন্দের অ্যাকাডেমির। স্বভাবতই তার মধ্যে গত বছর চায়না সুপার সিরিজে অলিম্পিক চ্যাম্পিয়ন চিনা লি জুয়েরুইকে হারিয়ে প্রথম বিশ্ব পর্যায়ে নজর কাড়া সিন্ধু আপাতত সবার আগে!
|
উত্থান-পতন |
সিন্ধু ২০১৩-এ
• এশীয় চ্যাম্পিয়নশিপে অবাছাই হিসেবে চিনের তৃতীয় বাছাই শিজিয়ানকে হারান।
• ইন্ডিয়ান ওপেন ফাইনালিস্ট।
• মালয়েশিয়া গ্রাঁ প্রি গোল্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সাইনার পর প্রথম ভারতীয় মেয়ে হিসেবে পেশাদার সার্কিটে খেতাব জয়ী।
• বিশ্ব ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় মেয়ে হিসেবে সেমিফাইনালে। পরপর দু’দিন চিনের দুই প্রাক্তন বিশ্বসেরা চিনা প্রতিদ্বন্দ্বীকে হারান।
বিশ্বসেরা চিনাদের বিরুদ্ধে জয়-হার
ইহান ওয়াং ১-১ • লি জুয়েরুই ১-১ • শিজিয়ান ওয়াং ২-০ |
সাইনা ২০১৩-এ
• আট মাসে পেশাদার ট্যুরে ন’টি টুর্নামেন্ট খেলেও খেতাবহীন।
• চিনের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিদ্বন্দ্বী শিজিয়ান ওয়াং ছাড়াও অবাছাই চিনা লি হানের কাছে হার।
• চিনা তাইপে, তাইল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, জার্মানি, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া প্রতিপক্ষের কাছেও হেরেছেন। অর্থাৎ শুধু চিনারাই এখন সাইনার ভয়ের কারণ নয়।
বিশ্বসেরা চিনাদের বিরুদ্ধে জয়-হার
• ইহান ওয়াং ১-৬ • লি জুয়েরুই ২-৫ • শিজিয়ান ওয়াং ৪-২ |
|