টুকরো খবর
অভীকের নামে ব্যাট আসছে ময়দানে
চার বছর আগে পথ দুর্ঘটনায় আক্রান্ত বাংলা অলরাউন্ডার অভীক চৌধুরীর জন্য আরও একটা অভিনব উদ্যোগে নামল ময়দান। এ বার অভীকের নাম সই করা ব্যাট, বল দু’টোই আসছে। পুজোর পর সরকারি ভাবে ব্যাপারটা জানানো হবে। জানা গেল, অন্তত হাজার পাঁচেক ব্যাট তৈরির কথা ভাবা হচ্ছে। যার উপর লেখা থাকবে ‘ইন্সপিরেশন’ শব্দটা। ব্যাটে অভীকের নাম এবং সই, দু’টোই থাকবে। বলের প্যাকেটের উপর আবার ছবি থাকছে অভীকের। এবং বলের উপরেও ‘ইন্সপিরেশন’ লেখা থাকবে। সবই মৃত্যুর বিরুদ্ধে অভীকের যুদ্ধকে আরও একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা। অভীকের নামে ব্যাট-বল প্রস্তত করছেন খেলার সরঞ্জামপ্রস্তুতকারক সংস্থা বি দাশগুপ্ত-র প্রধান সোমনাথ দাশগুপ্ত। যা শুনে অভীক মোটামুটি বাক্রুদ্ধ। বলছিলেন, “আমি যখন এই উদ্যোগটার খবর পাই, তখন জিজ্ঞেস করেছিলাম যে আমি সত্যিই এর যোগ্য কি না। আমার নামে ব্যাট বেরোচ্ছে, আমাকে সিএবি ডাকছে মোটিভেশনাল ক্লাসের জন্য। ভাষায় বোঝাতে পারব না কেমন লাগছে।”

মোদী পাশে পেয়ে গেলেন বিন্দ্রাকে
শ্রীনিবাসনের সঙ্গে লড়াইয়ে আরও মজবুত হল ললিত মোদীর হাত। গত কাল মোদী এক টিভি চ্যানেলে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শ্রীনির দিকে। আজ আবার প্রাক্তন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট আইএস বিন্দ্রা পাশে দাঁড়ালেন অপসারিত আইপিএল কমিশনারের। বিন্দ্রা এ দিন টুইট করেছেন, “বিসিসিআই আবার ফিক্সিং করা শুরু করেছে। দশ হাজার কোটির ঘটনাকে চাপা দেওয়ার জন্য এ বার মোদীকে ফিক্স করার চেষ্টা চালাচ্ছে।” যা দেখে মোদী আবার পাল্টা টুইট করেন, “ধন্যবাদ বিন্দ্রাজি। সত্যিটা একদিন প্রকাশ পাবেই।” এ দিন আবার শ্রীনিবাসনদের একহাত নিয়ে মোদী বলেছেন, “বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি আমাকে কোনও সময় দেয়নি নিজের স্বপক্ষে প্রমাণ পেশ করার। কুড়ি মাস ধরে বোর্ড নিজেদের সাক্ষী পেশ করে গিয়েছে। আর আমাকে মাস দেড়েকও সময় দেওয়া হয়নি।” শৃঙ্খলারক্ষা কমিটির সামনে দিতে না পারলেও মোদী এ দিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিয়েছেন। বলেছেন, “আমি কোনও ভাবে আইপিএলে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নিলামে প্রভাব খাটাইনি। যা কিছু শর্ত রেখেছিলাম, তা বোর্ডের আইনজীবীদের অনুমোদন নিয়েই করা হয়েছিল।”

পুরনো খবর:
ঘরোয়া ক্রিকেটেও বিধিনিষেধ
আন্তর্জাতিক ক্রিকেটারদের ক্ষেত্রে যে সব বিধিনিষেধ থাকে, চলতি বছর থেকে ঘরোয়া ক্রিকেটেও সে সব নিষেধাজ্ঞা থাকতে চলেছে। যা চালু হচ্ছে আসন্ন রঞ্জি ট্রফি থেকে। জানা গেল, ম্যাচের আগে বা পরে প্লেয়ার্স এরিনায় পরিচিত কাউকে ডাকতে পারবেন না ক্রিকেটাররা। একমাত্র সাংবাদিক সম্মেলনের বাইরে কোনও কথাও বলা যাবে না। ডোপিং নিয়েও কড়াকড়ি বাড়ছে। এ দিকে, স্থানীয় ক্রিকেটে এ এন ঘোষ ট্রফি শুরুর দিন মোটামুটি ঠিক হল। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সিএবি লিগ।

ফুটবলের আইপিএলে খেলতে চান বিজয়ন
চুয়াল্লিশ বছর বয়সেও যে ফুটবল খেলা যায়, তা প্রমাণ করেই ছাড়লেন কালো হরিণ আই এম বিজয়ন। ডুরান্ড কাপে খেলতে নামার আগে বিজয়ন বললেন “আমাদের সময় টাকা ছিল না। কিন্তু খেলাটা ছিল। আর এখন খেলা নেই, শুধু টাকার ছড়াছড়ি। আইএমজি লিগে ডাক পেলে খেলবেন? “কেন নয়? সবাই তো এখন দু’হাতে অর্থ কামাচ্ছে। সুযোগ পেলে তাই আমিও কামাতে চাই।” বৃহস্পতিবার ডুরান্ডে খেলতে নেমে ৩৫ মিনিট মাঠে কাটালেন বিজয়ন। সেই ছিপছিপে চেহারাটা না থাকলেও স্কিল এখনও অক্ষুণ্ণ। উল্লেখযোগ্য হল, তাঁর থেকে অন্তত ১৫ বছর কম বয়সি ফুটবলারদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ালেনও।

তামাকের বিরুদ্ধে দ্রাবিড়
তামাক কিংবা তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে এ বার নামতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর তামাক ব্যবহারের বিরুদ্ধে প্রচারে নামাতে চলেছে দ্রাবিড়কে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের অতিরিক্ত সচিব সি কে মিশ্র বৃহস্পতিবার এই ঘোষণা করে বলেন, “তামাক-বিরোধী অভিযান তত দিন চালাতে হবে, যত দিন না পুরো ব্যাপারটাকে নির্মূল করা যাচ্ছে।”

‘মর্দ’ যুবরাজ
সচিন তেন্ডুলকরের পর এ বার যুবরাজ সিংহ। ফারহান আখতারের ‘মর্দ’ কবিতা আবৃত্তি করলেন যুবি। পঞ্জাবিতে। ফারহানের সঙ্গে তাঁর ছবি টুইট করে যুবরাজ লিখেছেন, “ফারহান স্ক্রিপ্টটা পড়ছিল। আমি আবৃত্তি করলাম। আশা করব, কিছুটা প্রভাব ফেলতে পেরেছি।” তাঁর এই প্রচেষ্টায় যুবরাজকে পেয়ে ধন্যবাদ জানিয়েছেন ফারহান।

বিমল করের জন্মদিনে সাঁতার
কথা সাহিত্যিক বিমল করের ৯২ তম জন্মদিনে ইউথ হস্টেলস অ্যাসোসিয়েশনের শ্যামবাজার শাখা বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা করছে কাল, শনিবার। দুপুর দেড়টায় প্রতিযোগিতা শুরু হেদুয়ার সেন্ট্রাল সুইমিং ক্লাবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.