ভারতীয় বোর্ডের মসনদে ফিরে আসার রাস্তাটা আবার কঠিন হয়ে যাচ্ছে নারায়ণস্বামী শ্রীনিবাসনের জন্য।
দিন কয়েক আগে শ্রীনিবাসনকে মুখোমুখি বসার চ্যালেঞ্জ ছুড়ে ললিত মোদী বলেছিলেন, খেলা শেষ কোথায়, এ তো সবে শুরু। তার পরেই প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট আইএস বিন্দ্রা অভিযোগ করেন, বোর্ডে দশ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের সঙ্গে জড়িয়ে আছেন শ্রীনিবাসন। এই জোড়া আক্রমণের ধাক্কা সামলাতে না সামলাতেই আবার বাউন্সারের মুখে শ্রীনি। আগামী ১১ সেপ্টেম্বর ভারতীয় বোর্ড বনাম বিহার ক্রিকেট সংস্থার যে মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, তা পিছিয়ে গিয়েছে। ফলে শ্রীনিবাসনকে নিয়ে তৈরি আইনি জটিলতা কাটার কোনও চিহ্ন এখনও দেখা যাচ্ছে না। বোর্ড নির্বাচন আগামী ২৯ সেপ্টেম্বর। তার আগে মামলার নিষ্পত্তি না হলে কিন্তু শ্রীনিবাসনের পক্ষে বোর্ডের বার্ষিক সভায় থাকা কঠিন হয়ে যেতে পারে বলে মনে করছে বোর্ডেরই একটা অংশ।
বিহার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট আদিত্যপ্রসাদ বর্মা শনিবার ফোনে বললেন, “আমার আইনজীবীদের হাতে সুপ্রিম কোর্টের যে তালিকা এসেছে, তাতে ১১ তারিখের মামলার কোনও উল্লেখ নেই।” তা হলে কি শ্রীনিবাসনের পক্ষে ব্যাপারটা আরও জটিল হয়ে গেল? আদিত্যর বক্তব্য, “অবশ্যই। শ্রীনিবাসন নিজেই বম্বে হাইকোর্টে একটা এফিডেভিট করে রেখেছে এই বলে যে, তদন্ত কমিশনের কাজ যত দিন চলবে, তত দিন ও বোর্ডের কাজে মাথা গলাবে না। এখন যদি এই মামলার নিষ্পত্তি সাধারণ বার্ষিক সভার আগে না হয়, তা হলে কিন্তু শ্রীনিবাসনের পক্ষে বৈঠকে থাকা কঠিন হয়ে যাবে।” শ্রীনি-শিবির মনে করেছিল, ১১ তারিখ মামলার শুনানি হলে সেটা তাদের পক্ষেই যেত এবং শ্রীনিবাসনকে ঘিরে আইনি জটিলতাও কেটে যেত। কিন্তু শুনানির দিন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় যা পরিস্থিতি দাঁড়াল, তাতে সরে থাকা বোর্ড প্রেসিডেন্টের উপর চাপ কমার বদলে আরও বাড়ছে।
|