দলের ছেলেদের মানসিকতা ও মানসিক শক্তি নিয়ে চিন্তায় রয়েছেন বাংলা রঞ্জি দলের নতুন কোচ অশোক মলহোত্র। তাই মানসিক ভাবে তাঁদের তৈরি করার দিকেই বেশি জোর দিচ্ছেন তিনি। বুধবার সিএবি-র ইন্ডোরে নিজের দলের প্রথম প্র্যাকটিস দেখে অশোক বললেন, “একদিনের ক্রিকেটের পক্ষে ছেলেরা ঠিকই আছে। কিন্তু চার দিনের ক্রিকেটের জন্য ওদের মানসিক ভাবে আরও তৈরি করতে হবে।” |
শুরু হল অশোকের নতুন ইনিংস। বুধবার ইন্ডোরে। ছবি: শঙ্কর নাগ দাস |
লক্ষ্মী, মনোজ, ঋদ্ধিদের ক্রিকেট স্কিল আলাদা করে ঘষামাজার চেয়ে অশোক দলের সিনিয়রদেরও মানসিকতার দিকেই বেশি জোর দিতে চাইছেন। সম্ভবত সে জন্য এ দিনই সন্ধেয় সিএবি-তে এসে অন্যতম যুগ্ম সচিব সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেলেন মনোবিদ সৌমিত্র চট্টোপাধ্যায়। বাংলা দলে তিনি দু’বছর আগেও কাজ করেছেন। মনোবিদের সাহায্যের পাশাপাশি অশোক বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটারদের সাহায্যও চান। সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে ডাকবেন, তা আগেই জানিয়েছিলেন। এ বার বাংলার রঞ্জিজয়ী দলের ক্রিকেটারদেরও প্রস্তুতি শিবিরে ডাকার ইচ্ছাপ্রকাশ করেছেন অশোক।
এ বছর আরও বেশি করে চার দিনের ক্রিকেটের জন্য প্রস্তুতি টুর্নামেন্ট পাচ্ছে বাংলা। বুচিবাবু ট্রফির পাশাপাশি সেপ্টেম্বরে কলকাতায় যে চ্যালেঞ্জার্স ট্রফি হবে, তাতেও রঞ্জি ট্রফির প্রস্তুতি ভাল হবে বলে ধারণা কোচের। শহরে এই টুর্নামেন্ট চলবে ৫ থেকে ২৫ সেপ্টেম্বর। |