বিশ্ব ব্যাডমিন্টনে সাইনা নেহওয়াল অভিযান শুরু করলেন মাত্র ২৩ মিনিটে জিতে। নিজের চেয়ে র্যাঙ্কিংয়ে ৬৩ ধাপ পিছনে থাকা রাশিয়ার ওলগা গোলোভানোভা-কে বিশ্বের তিন নম্বর হায়দরাবাদি ব্যাডমিন্টন কন্যা উড়িয়ে দেন ২১-৫, ২১-৪।
চিনের গুয়াংঝৌ শহরের তিয়ানহি ইন্ডোর স্টেডিয়ামের সেন্টার কোর্টে সাইনার জয়ের কিছুক্ষণের মধ্যেই তাঁর জন্য আরও ভাল খবর এল পাশের এক নম্বর কোর্ট থেকে। কারণ, সেখানে স্বদেশি সায়াকা তাকাহাশি-র কাছে প্রথম ম্যাচেই অপ্রত্যাশিত হারেন সাইনার সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ অষ্টম বাছাই জাপানি মিনাৎসু মিতানি। যাঁর কাছে এ বছরই হেরেছেন সাইনা। মিতানির এ দিনের হারের অর্থ, সেমিফাইনালে উঠে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক নিশ্চিত করার লক্ষ্যে সাইনার দৌড় আরও সহজ হয়ে গেল।
প্রি-কোয়ার্টারে বৃহস্পতিবার সাইনার লড়াই তাইল্যান্ডের প্রন্তিপ বুরানাপ্রসার্তসুকের সঙ্গে। পূর্বানুমান মতোই এ বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় বাছাই সাইনা প্রথম বাছাই প্লেয়ারের মুখোমুখি হচ্ছেন প্রি-কোয়ার্টারে। যদিও ১৫তম বাছাই প্রন্তিপের বিরুদ্ধে এর আগে সাইনা পাঁচবার খেলে ৫-০ এগিয়ে আছেন। বুধবার টুর্নামেন্টের ফেভারিটদের মধ্যে সাইনার মতো দাপুটে জয় আর কেউ পাননি মেয়েদের সিঙ্গলসে। শীর্ষ বাছাই চিনের লি জুয়েরুই-কে জিততে ১৯ পয়েন্ট নষ্ট করতে হয়। দ্বিতীয় বাছাই আর এক চিনা ইহান ওয়াং ২০ পয়েন্ট হারান দু’গেম মিলিয়ে। সাইনার এখন সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিদ্বন্দ্বী, কোরিয়ার ইওন জু এক গেম হেরে ২-১ গেমে জেতেন। সেখানে সাইনা নষ্ট করেন মাত্র ন’পয়েন্ট। বলেওছেন, “ওলগার বিরুদ্ধে প্রথম খেললাম। কিন্তু সত্যিই খুব ভাল খেলেছি আমি এ দিন।”
এ দিকে, হায়দরাবাদের ‘নতুন সাইনা’ পি ভি সিন্ধু জাপানের ইমাবেপু-কে এক ঘণ্টার লড়াইয়ে ২-১ গেমে হারিয়ে পরের রাউন্ডে উঠলেও সেখানে পড়লেন প্রাক্তন বিশ্বসেরা ইহানের সামনে। ভারতীয় পুরুষদের মধ্যে জয়রামের হারের দিনে কাশ্যপ ওয়াকওভার পেয়ে এগিয়েছেন। তবে আসল আশা সেই সাইনা-ই!
|