মনোজকে শুভেচ্ছা যুবির
নিজস্ব প্রতিবেদন |
লন্ডনে উড়ে গিয়েছেন রবিবারই। বুধবার বাঁ হাঁটুর অস্ত্রোপচারের আগে মনোজ তিওয়ারির টুইট, “অস্ত্রোপচারের দিন। তোমাদের আশীর্বাদ আর শুভেচ্ছা চাই বন্ধুরা।” কয়েক ঘণ্টার মধ্যেই মনোজকে শুভেচ্ছা যুবরাজ সিংহের, “হাল ছেড় না। লিভ স্ট্রং।” এই চোটেই ছ’মাসের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন ভারতীয় ক্রিকেটার। রঞ্জি ট্রফির প্রথম দিকে হয়তো বাংলার হয়ে মাঠে নামতে পারবেন না। লন্ডনে ব্রিটিশ শল্য চিকিৎসক অ্যান্ড্রু উইলিয়ামস অস্ত্রোপচার করার দিন মনোজকে শুভেচ্ছা পাঠালেন প্রাক্তন নাইট রাইডার্স সতীর্থ মুরলী কার্তিকও, “অনেক শুভেচ্ছা বন্ধু। দ্রুত সুস্থ হয়ে ওঠো।” |
ছুটিতে থাকা ধোনির নাগাল পাচ্ছেন না বিরাটও |
বিরাটের অভিনব ক্রিকেট। বুধবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে। ছবি: পিটিআই |
জিম্বাবোয়ে বিজয়ের পর থেকে একটা ধন্যবাদ দিতে মরিয়া হয়ে আছেন বিরাট কোহলি! কিন্তু হাজার চেষ্টাতেও প্রাপককে ধরতে পারেননি টেলিফোনে। মহেন্দ্র সিংহ ধোনি যে ছুটিতে! আর এক বার ছুটির জগতে ঢুকে পড়লে ‘ক্যাপ্টেন কুল’ নাকি সতীর্থদেরও ধরাছোঁয়ার বাইরে, বলছিলেন ধোনির ডেপুটি। জিম্বাবোয়েকে ৫-০ হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কাণ্ড ঘটিয়েছে কোহলির ভারত। কোহলি কিন্তু বলছেন, বাজিমাত আসলে ধোনির টিপসেই। “জিম্বাবোয়েতে দলকে নেতৃত্ব দেওয়ার সময় মাহির টিপসগুলো আমার দারুণ কাজে এসেছে,” তালকাটোরা স্টেডিয়ামে এক অনুষ্ঠানের ফাঁকে বললেন কোহলি। তার পর যোগ করলেন, “মাহি যখন ছুটিতে থাকে ওকে মোবাইলে বা ফোনে ধরা প্রায় অসম্ভব। আমিও চেষ্টা করে পাইনি। তবে একটা এসএমএস করেছি। আশা করছি কিছুদিনের মধ্যে ওর সঙ্গে দেখা হবে। তখন কথা বলব।”
|
বার্সেলোনার হয়ে প্রথম গোল নেইমারের |
এশিয়ার মাটিতেই বার্সেলোনার জার্সি গায়ে গোলের খাতা খুললেন নেইমার। বুধবার ব্যাঙ্ককে রাজামঙ্গলা স্টেডিয়ামে তাইল্যান্ডের জাতীয় দলকে ৭-১ হারালেন জেরার্দো মার্টিনোর ছেলেরা। ফাব্রেগাসের পাস থেকে দলের প্রথম গোল নেইমারের। ব্রাজিলীয় স্ট্রাইকারের সঙ্গে পাল্লা দিয়ে জোড়া গোল লিওনেল মেসির। সঙ্গে হ্যাটট্রিক পেদ্রোর। কাতালানদের অপর গোলদাতা অ্যালেক্সিস সাঞ্চেজ। এশিয়া সফরে বার্সার পরের ম্যাচ আগামী শনিবার মালয়েশিয়ার বিরুদ্ধে। |