বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আবার উসেইন বোল্টের ‘বিদ্যুৎ ছোবল’। ১০০ মিটারের পর শনিবার ২০০ মিটারে দ্বিতীয় সোনা জিতে ‘ডাবল’ করে ফেললেন জামাইকার মহাতারকা। সময় নেন ১৯.৬৬ সেকেন্ড। এ মরসুমের সেরা সময়। শেষ পঞ্চাশ মিটারে গতি না কমালে রুপোজয়ী সতীর্থ ওয়ারেন উইয়ার (১৯.৭৯) আর ব্রোঞ্জজয়ী যুক্তরাষ্ট্রের কার্টিস মিচেল-এর (২০.০৪) সঙ্গে বোল্টের সময়ের ব্যবধান আরও বাড়তে পারত।
মো ফারহা, শেলি অ্যান ফ্রেজার প্রাইস সোনা জয়ের ‘ডাবল’ করার পর বোল্টের দিকেই তাকিয়ে ছিল গোটা বিশ্ব। ১০০ মিটারে ৯.৭৭ সেকেন্ডের দাপট দেখে অবশ্য অনেকেই আগাম বলেছিলেন ২০০ মিটারে এ বার বিশ্বরেকর্ড গড়ার মতো অবস্থায় দেখা যাচ্ছে না বোল্টকে। ২০০ মিটারের হিটেই ‘স্প্রিন্ট কিং’ পায়ে স্ট্র্যাপ নিয়ে নেমেছিলেন। তাতে জল্পনা আরও বাড়ে। শনিবার ফাইনালে নিজের বিশ্বরেকর্ড (১৯.১৯ সেকেন্ড) না ভাঙতে পারলেও বিশ্ব মিটে টানা তিন বার ২০০ মিটারে আর সবমিলিয়ে সপ্তম সোনা জিতে চোট নিয়ে যাবতীয় আশঙ্কা এক লহমায় উড়িয়ে দিতে পেরেছেন বিশ্বের দ্রুততম মানুষ। শুধু তাই নয়, ভিকট্রি ল্যাপে ট্রেনিং পার্টনার ওয়ারেন উইয়ারকে নিয়ে রেগের তালে কোমর দুলিয়ে লুঝনিকি স্টেডিয়াম মাতিয়ে দেন বোল্ট।
|
দুশো মিটারে সোনা জেতার পরে। শনিবার। ছবি: রয়টার্স |
দু’বছর আগে দায়েগু বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ‘ডাবল’ করেছিলেন বোল্ট। ২০০ মিটার আর ৪X১০০ মিটার রিলেতে সোনা জিতে। মস্কোয় এ বার ‘ট্রিপল’ করার সুযোগ রবিবার রিলে জিতে। বেজিং আর লন্ডন অলিম্পিকে যে কৃতিত্ব দেখিয়ে ইতিহাসের পাতায় ঢুকে পড়েছেন ‘কিং অফ অ্যাথলেটিক্স’।
দ্বিতীয় সোনা জেতার আগেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় তাঁর একটা ছবি নিয়ে তুমুল হইচই পড়ে যায়। এএফপির এক আলোকচিত্রী বোল্টের ১০০ মিটারের সোনা জয়ের দৌড়ের অনবদ্য একটি মুহূর্ত লেন্সবন্দি করেন। ‘জামাইকান বিদ্যুৎ’ ট্র্যাকে দৌড় শেষ করেছেন। মুখে একটা তৃপ্তির ছাপ। আর লুঝনিকি স্টেডিয়ামের আকাশেও দেখা যাচ্ছে বিদ্যুৎ ঝলক। বোল্ট নিজেই পরে এই ছবি দেখে মুগ্ধ হয়ে যান। ২০০ মিটারের ফাইনালে ওঠার পর বোল্ট বলে দেন, “দুর্দান্ত একটা মুহূর্ত। এটা এমন একটা ছবি যা আপনি মনে রেখে দিতে চাইবেন।”
ক্রীড়া বিশ্বে দুর্লভ কয়েকটি ছবির মধ্যে থাকবে এই ছবি? এএফপির আলোকচিত্রী অলিভিয়ার মোরিন যদিও পুরো কৃতিত্বটাই দিচ্ছেন নিজের ভাগ্যকে। “৯৯ শতাংশ সাফল্য ভাগ্যের জন্য। তখন বৃষ্টি না নামলে এ রকম ছবি তোলার চেষ্টা করতাম না,” বলেন তিনি।
|
পুরনো খবর: বোল্টই বিদ্যুৎ |