ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে ইস্টবেঙ্গলের বর্তমান কোচ মার্কোস ফালোপার ফেভারিট ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লাল হলুদের প্রাক্তন কোচ ট্রেভর জেমস মর্গ্যান আবার ইপিএল জেতার লড়াইয়ে কারও হয়ে বাজি ধরতে নারাজ। ফেভারিট কে? জানতে চাইলে পাঁচটি ক্লাবের নাম বলছেন। মহমেডানের নতুন কোচ নাইজিরিয়ার আব্দুল আজিজ আবার কাউকে এগিয়ে রাখতে নারাজ। টোলগে-পেনদের অনুশীলন করিয়ে ফিরে তাঁর মন্তব্য, “যে ভাল খেলবে সেই চ্যাম্পিয়ন হবে।”
সাম্প্রতিক কালে ইপিএল শুরু হলেই তার জ্বর ছড়িয়ে পড়ছে ভারতেও। কলকাতায় কোচিং করতে আসা বা করিয়ে যাওয়া বিদেশি কোচদের মধ্যেও তার রেশ পুরোমাত্রায়। ব্রাজিলের লিগ নিয়ে এবং পরের বছর নিজেদের দেশের বিশ্বকাপ নিয়ে ফালোপা যতটা উৎসাহী ততটা নন ইপিএল নিয়ে। তবে তিনি খোঁজ রাখেন এবং দেখেন। শনিবার বিকেলে মোগা-চিডিদের নিয়ে অনুশীলনের ব্যস্ততার ফাঁকেই ফালোপা বলেন, “আমি খুব যে ইপিএল দেখি তা নয়। তবে আমি ম্যান ইউ-এর ফ্যান। ওরাই মনে হচ্ছে চ্যাম্পিয়ন হবে।”
|
আই এম জি আরের ফুটবলারদের প্রাক মরসুম ট্রেনিং দিতে এখন মুম্বইতে এসেছেন ট্রেভর জেমস মর্গ্যান। তিনি বরাবরই ওয়েস্ট হ্যামের ভক্ত। কারণ, সেখানে তাঁর বাড়ি। ব্রিটিশ কোচ বলেন, “ইংলিশ প্রিমিয়ার লিগ আমার ঘরের লিগ। ইপিএল যে দিন থেকে দেখছি তখন থেকেই আমি ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সমর্থক। প্রতি বছরই ওয়েস্ট হ্যামের প্রায় সব খেলাই দেখার চেষ্টা করি। আমার জন্ম হয়েছিল ইস্ট লন্ডনেই। সেই সূত্রেই আমার ঘরের ক্লাব ওয়েস্ট হ্যাম।” এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম চারটি স্থানে ধারাবাহিক ভাবে শেষ করত আর্সেনাল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল। তাই এই চারটে ক্লাবকে বলা হত ‘বিগ ফোর’।
সাম্প্রতিক কালে ইপিএলের ‘বিগ ফোর’-এ প্রবেশ করেছে টটেনহ্যাম, ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাব। ফলে কাউকে ফেভারিট বলতে নারাজ মর্গ্যান। প্রিমিয়ার লিগের দাবিদার শুধু মাত্র একটা বা দুটো ক্লাব নয়, সেই কথাই মনে করছেন ট্রেভর মর্গ্যান। মুম্বই থেকে ফোনে বলছিলেন, “এখনই বলা সম্ভব নয় কে জিততে পারে। কারণ, প্রতি বছরই লিগে নতুন কিছু হচ্ছে। নানা অঘটন ঘটছে। আমার মতে লিগ জেতার ক্ষমতা রাখে পাঁচটা ক্লাব। চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুলের মধ্যেই কোনও একটা ক্লাব জিতবে। কিন্তু গ্যারেথ বেল থাকলেও টটেনহ্যামের কোনও সুযোগ নেই।” |
নিজের শহরের দল ওয়েস্ট হ্যামকে নিয়ে আশাবাদী মর্গ্যান। বলছেন, “প্রতি বছরই আমরা অবনমন বাঁচানোর লড়াই করি। কিন্তু এ বছর আশা করছি আমার দল ভাল ফল করবে লিগে। অ্যান্ডি ক্যারোল, স্টুয়ার্ট ডাউনিংয়ের মতো ফুটবলারদের কিনেছে ওয়েস্ট হ্যাম। তাই আশা করতেই পারি, আমার দল লিগ টেবিলে সাত থেকে দশের মধ্যে শেষ করবে।”
মহমেডানের কোচ আজিজ আবার অন্য ভাবে দেখতে চান ইপিএলকে। এটা তাঁর কাছে কোচিং টিপস নেওয়ার আদর্শ মঞ্চ। “আমি সে ভাবে কাউকে সমর্থন করি না। কিন্তু ভাল লাগে ইংলিশ প্রিমিয়ার লিগ। এ বারও দেখব নতুন কোচিং টিপস নেওয়ার জন্য। দেখব দলকে আরও উন্নত করা যায় কী ভাবে। বিভিন্ন খেলার ঘরানা দেখার জন্যই তো রাত জেগে ইংলিশ লিগ ম্যাচ দেখি”, বলেন মহমেডান কোচ আব্দুল আজিজ বোলা। কিন্তু এখনই কোনও দলকে খেতাব জেতার লড়াইয়ে এগিয়ে রাখছেন না, এ কথা জানিয়ে আজিজ যোগ করেন, “এখনই কাউকে ফেভারিট বলতে পারছি না। আগে কয়েক সপ্তাহ খেলা দেখি, তার পর বলতে পারব।”
|
হারল আর্সেনাল, জয় রুনিদের |
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই অপ্রত্যাশিত হারের মুখে পড়তে হল আর্সেন ওয়েঙ্গারের দলকে। ক্রিশ্চিয়ান বেনটেকের জোড়া গোলের সৌজন্যে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে ৩-১ হারাল অ্যাস্টন ভিলা। লাল কার্ড দেখে ম্যাচ ছাড়তে হয় আর্সেনালের ডিফেন্ডার লরাঁ কসচিয়েলনিকে। এ দিন আবার প্রথম ম্যাচেই জয় পেল ডেভিড মোয়েসের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সোয়ান্সি সিটিকে ৪-১ হারাল রুনি-ফান পার্সির দল। অন্যান্য ম্যাচে স্টোক সিটিকে ১-০ হারাল লিভারপুল। পেনাল্টি বাঁচিয়ে ম্যাচের নায়ক লিভারপুলের গোলকিপার সাইমন মিগনোলেট। |