টুকরো খবর |
চিত্র সাংবাদিক গণধর্ষণে জড়িতরা ফের কাঠগড়ায়
সংবাদসংস্থা • মুম্বই |
চলতি বছরের জুলাইয়ে পরিত্যক্ত শক্তি মিল চত্বরেই বছর কুড়ির আরও এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল চিত্রসাংবাদিক গণধর্ষণ কাণ্ডে জড়িতদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে। মঙ্গলবার ভানদুপ থানায় এই অভিযোগ জানান ধর্ষিতা নিজেই। তাঁর বয়ানের ভিত্তিতে ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করেছে পুলিশ। ধর্ষিতা জানিয়েছেন, গত ৩১ জুলাই বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে শক্তি মিল চত্বরে তাঁর উপর হঠাৎই চড়াও হয় পাঁচ দুষ্কৃতী। এর পর বন্ধুটির হাত পা বেঁধে পাঁচ জন মিলে ধষর্ণ করে তাঁকে। অগস্ট মাসে চিত্রসাংবাদিক গণধর্ষণকাণ্ডে জড়িতদের ছবি প্রকাশ্যে আসতেই দুষ্কৃতীদের মধ্যে তিন জনকে শনাক্ত করেন তিনি। মহিলার অভিযোগের ভিত্তিতে মামলাটির তদন্তের দায়িত্বভার নিয়েছে এন এম জোশী মার্গ থানা। ডেপুটি পুলিশ কমিশনার বিনায়ক দেশমুখ জানান, ধৃতেরা জেরায় শক্তি মিল চত্বরে গত ছ’মাসে একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। |
পুরনো খবর: পরিত্যক্ত কারখানায় গণধর্ষিতা চিত্রসাংবাদিক
|
প্রদেশ কংগ্রেসের গণ-অবস্থান ত্রিপুরায়
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ত্রিপুরায় দ্রুত খাদ্য সুরক্ষা আইন কার্যকর করার দাবিতে গণ-অবস্থান আন্দোলনের সিদ্ধান্ত নিল রাজ্য কংগ্রেস। ১৩ সেপ্টেম্বর ব্লকস্তরে ওই কর্মসূচি পালন করবেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। আজ এ কথা জানান কার্যকরী প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। খাদ্য সুরক্ষা আইন ছাড়াও আরও ১২ দফা দাবি তুলেছে কংগ্রেস। সে গুলি হল রেশন দোকানে চিনি-সহ চাল, কেরোসিন সরবরাহ করা, এডিসিকে সরাসরি অর্থপ্রদান-সহ আরও বেশি ক্ষমতা দেওয়া, রাজ্যের বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ, কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি রুখতে বিশেষ অডিট, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়, নারী নির্যাতন বন্ধ করা। তা ছাড়া, চিটফান্ডে অর্থলগ্নি করে যাঁরা সর্বস্বান্ত হয়েছে তাঁদের টাকা ফেরতের ব্যবস্থার পাশাপাশি এজেন্টদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থারও দাবি করা হয়েছে।
|
১০ই রায় দিল্লি গণধর্ষণ মামলায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দিল্লিতে চলন্ত বাসে প্যারামেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ১০ সেপ্টেম্বর রায় দেবে আদালত। মঙ্গলবার এ কথা জানান অতিরিক্ত দায়রা বিচারক যোগেশ খন্না। ওই ঘটনায় অভিযুক্তদের মধ্যে এক জন নাবালক। ইতিমধ্যেই তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ড। ১০ সেপ্টেম্বর অন্য চার অভিযুক্ত মুকেশ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্তর ভাগ্য নির্ধারিত হবে। |
পুরনো খবর: নাবালক ধর্ষকের সাজা ৩ বছর, বিতর্ক
|
শিশু অপহরণ, উত্তপ্ত সোনারি
সংবাদসংস্থা • গুয়াহাটি |
শিশু অপহরণ ঘিরে উত্তেজনা ছড়াল শিবসাগরের সোনারিতে। জনতার সঙ্গে খণ্ডযুদ্ধে একটি থানার ওসি-সহ তিন পুলিশকর্মী জখম হন। আহত হয়েছে কয়েকজন বিক্ষোভকারীও। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মথুরাপুর এলাকার একটি চা বাগান থেকে দু’টি শিশুকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা। তাদের চিৎকারে লোক জড়ো হয়ে যায়। একটি শিশুকে নিয়ে পালায় অপহরণকারীরা। ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ। আটক ওই ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে থানা ঘেরাও করে স্থানীয় মানুষ। ইট-পাথর ছুঁড়তে থাকে জনতা। থানায় ভাঙচুরের চেষ্টা হলে লাঠি চালায় পুলিশ।
|
মেয়েকে ধর্ষণ ও মাকে খুন, ধৃত ৭
সংবাদসংস্থা • রায়পুর |
মায়ের সামনেই তাঁর যুবতী মেয়েকে ধর্ষণ ও পরে মাকে খুন করার অভিযোগে ছত্তীসগঢ়ে গ্রেফতার হল সাত জন। পুলিশ জানিয়েছে রবিবার রবিবার গভীর রাতে ন’জনের একটি দল ওই মহিলার দরজায় টোকা মারে। বেরিয়ে আসেন মহিলা ও তাঁর পঁচিশ বছরের মেয়ে। মায়ের সামনেই মেয়েকে টেনে বাড়ির পিছনের একটি মাঠে নিয়ে যায় দলটি। তার পর তাঁর সামনেই ধর্ষণ করে মেয়েকে। পরে গলা কেটে মাকে খুন করে তারা। দু’জনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই পুলিশ খবর দেন। অভিযুক্তদের মধ্যে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
|
হত দুই বড়ো জঙ্গি
সংবাদসংস্থা • গুয়াহাটি |
যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে দু’জন বড়ো জঙ্গির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে চিরাং জেলার খাগ্রাবাড়িতে। রাজ্য পুলিশের আইজি জি পি সিংহ জানান, ওই এলাকায় এনডিএফবি (সংবিজিৎ) গোষ্ঠীর জঙ্গিরা ঘাঁটি গেড়েছে খবর পাওয়া যায়। পুলিশ এবং কোবরা বাহিনী সেখানে যৌথ অভিযান চালায়। দু’পক্ষে গুলির লড়াই হয়। কয়েকজন জঙ্গি পালিয়ে গেলেও দু’জন নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
|
সাংবাদিকদের বিক্ষোভ মণিপুরে
সংবাদসংস্থা • গুয়াহাটি |
জঙ্গি হুমকির প্রতিবাদে কর্মবিরতি পালন করলেন মণিপুরের সাংবাদিক ও সংবাদকর্মীরা। জঙ্গি সংগঠনগুলির বিবৃতি ছাপাতে অস্বীকার করায় মণিপুরের সংবাদপত্রগুলির কর্মী এবং হকারদের উপরে আক্রমণের হুমকি দেওয়া হয়েছিল। সোমবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান সাংবাদিকরা। মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবির কাছেও প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। ‘অল মণিপুর ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়ন’ এবং সম্পাদকদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, জঙ্গি হুমকির জেরে বিবৃতি প্রকাশ করা হবে না।
|
র্যাগিংয়ে আত্মঘাতী
সংবাদসংস্থা • নাসিক |
দু’বছর আগে একটি বহুজাতিক সংস্থায় শিক্ষানবিশ হিসেবে যোগ দিয়েছিলেন ১৯ বছরের প্রণালী রাহানে। রবিবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বাড়ির লোক তাঁকে হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার প্রণালীর মৃত্যু হয়। তাঁর সুইসাইড নোটের ভিত্তিতে ওই সংস্থার ১০ কর্মীকে র্যাগিং এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
|
নাবালিকাকে নিগ্রহ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সৎ-বাবার হাতে নিজের বাড়িতেই যৌন নিগ্রহের শিকার হল নাবালিকা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত তিন দিনে শহরে এই নিয়ে চতুর্থ বার নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটল। আর সব ক’টি ক্ষেত্রেই অভিযুক্তরা নিগৃহীতার পরিচিত।
|
অভিযুক্ত বাবা
সংবাদসংস্থা • মুম্বই |
মদ্যপ বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনল বছর পনেরোর এক নাবালিকা। তার অভিযোগে সোমবারই অভিযুক্তকে ধরেছে মুলুন্দ থানার পুলিশ। ডাক্তারি পরীক্ষায় যৌন নিগ্রহের অভিযোগ প্রমাণিত।
|
সুপ্রিম কোর্টে রেশন ডিলাররা |
খাদ্য সুরক্ষা বিল এখন রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায়। তবে তার বাস্তবায়নে বাধা হতে চলেছে খাদ্য সুরক্ষা বিল-বিরোধী মামলা। ওই বিলকে ‘জনস্বার্থ বিরোধী’ বলে দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রেশন ডিলাররা। মঙ্গলবার ডিলারদের সর্বভারতীয় সংগঠন ফেয়ারপ্রাইস শপ ডিলার্স ফেডারেশন জানায়, ২০ সেপ্টেম্বর তাদের কর্মসমিতির বৈঠক। তার পরেই সুপ্রিম কোর্টে মামলা রুজু করবে তারা। সংগঠনের তরফে বিশ্বম্ভর বসু বলেন, “জনস্বার্থ নয়, রাজনৈতিক সুবিধার্থেই খাদ্য সুরক্ষা বিল পাশ করাচ্ছে ইউপিএ সরকার। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছি।”
|
পুরনো খবর: রাজ্যসভাতেও পাশ, বিরোধিতায় তৃণমূলের পাশে নেই নীতীশের দল
|
বড়োভূমিতে প্রতিবাদ |
পৃথক বড়োল্যান্ড গঠনের দাবির প্রতিবাদে বরপেটায় রেল এবং সড়ক অবরোধ করল অ-বড়ো সুরক্ষা সমিতি। এর জেরে আজ উজানি ও নামনি অসমের মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হয়। বাতিল হয় ১০টি ট্রেন। প্রশাসনিক সূত্রের খবর, সকাল থেকেই ৩১ নম্বর জাতীয় সড়ক এবং পাঠশালায় রেল লাইন অবরোধ শুরু হয়। পাঠশালা ও সরুপেটা স্টেশনের মধ্যে লাইনে বসে পড়ে কয়েক হাজার বিক্ষোভকারী।
|
দেহ উদ্ধার |
করিমগঞ্জে উদ্ধার হল এক ব্যক্তি এবং তাঁর মেয়ের মৃতদেহ। রাতাবাড়ির মোকামছড়া এলাকায় একটি ঘর থেকে রিনা (১৯) নামে এক তরুণীর দেহ উদ্ধার করা হয়। তাঁর বাবা রামযোগী যাদবের (৫৯) ঝুলন্ত দেহ মেলে ওই বাড়ির পাশের জঙ্গলে।
|
|