|
|
|
|
জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ, নিহত কোবরা জওয়ান |
সংবাদসংস্থা • রাঁচি |
চাইবাসায় মাওবাদীদের গুলিতে মৃত্যু হল এক কোবরা জওয়ানের। মঙ্গলবার দুপুরে টেবো থানা এলাকার পোড়াহাটের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। মাওবাদীদের গুলিতে সন্তোষ সিংহ নামে এক কোবরা জওয়ান আহত হন। তাঁকে হেলিকপ্টারে করে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সন্ধ্যায় তিনি মারা যান। চাইবাসা পুলিশ জানিয়েছে, কুন্দন পাহান, অনমোলজি ওরফে সমরজিৎ ও প্রসাদজি-সহ বিভিন্ন মাওবাদী নেতাদের নেতৃত্বে পোড়াহাটের জঙ্গলে প্রায় দু’শো মাওবাদী জড়ো হয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। পোড়াহাটের ওই জঙ্গল মাওবাদী নেতা কুন্দন পাহানের এলাকা। পুলিশ জঙ্গলে তল্লাশি শুরু করতে গেলে প্রথমে মাওবাদীদের তরফ থেকে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সন্ধ্যা পর্যন্ত ওই একজন জওয়ানেরই মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কোনও মাওবাদীর মৃত্যু হয়েছে কিনা তা পুলিশ রাত পর্যন্ত জানাতে পারেনি। চাইবাসা পুলিশের এক আধিকারিক জানান, সন্ধ্যার পরে গুলির লড়াই থেমে গিয়েছে। জঙ্গলের ভিতরে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্য একটি ঘটনায়, মঙ্গলবার সকালে রাঁচির মানাতুতে ‘জাগুয়ার’ কম্যান্ডোদের প্রশিক্ষণ কেন্দ্রে এক জওয়ান নিজের কপালে গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বীরভগত সিংহ (৩৬) নামে ওই জওয়ানের। প্রাথমিক তদন্তের পরে কাঁকে থানার পুলিশ জানায়, চার সপ্তাহ ধরে বীরভগত ওই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ঊর্ধ্বতন আধিকারিকের ‘খারাপ’ ব্যবহারে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে। তবে এ পর্যন্ত কোনও লিখিত অভিযোগ ওই জাগুয়ার জওয়ানের পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। |
|
|
|
|
|