|
|
|
|
ডিমাপুরে বন্ধ পেট্রল-পাম্প |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
তেলে ভেজাল মেশানো হচ্ছে অভিযোগে নাগাল্যান্ডের ডিমাপুরে ১৭টি পেট্রল-পাম্প বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল এনএসসিএন (আইএম) জঙ্গি সংগঠন। ওই হুমকির জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল শহরের ৩১টি পেট্রল-পাম্পই। গত রাত থেকে আচমকা এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ডিমাপুরবাসী।
ঘটনার সূত্রপাত ২৯ অগস্ট। স্থানীয় সূত্রের খবর, এনএসসিএন (আইএম) একটি বিবৃতিতে জানায়, ডিমাপুর এবং আশপাশের ৩১টি পেট্রল-পাম্প থেকে তেলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। ১৭টি পেট্রল-পাম্পের ডিজেল বা পেট্রলে ভেজাল মিলেছে। ওই সব পেট্রল-পাম্পের মালিকদের জঙ্গি শিবিরে ডেকে পাঠিয়ে নমুনা পরীক্ষার ফলও দেখানো হয়েছিল। তেলে ভেজাল মেশানোর ‘অপরাধে’ তাঁদের কাছ থেকে ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার টাকা নেওয়া হয়। পাম্প মালিকরা জানান, জঙ্গিদের বার্ষিক কর তাঁরা দিয়েছেন। ভেজাল মেশানোর জন্য জরিমানাও দিতে হয়েছে। এরপর, আরও টাকা তাঁরা দিতে পারবেন না।
এরপরই ডিমাপুরের ১৭টি পাম্প বন্ধ করে দিতে বলে জঙ্গিরা। হুমকি দেওয়া হয়, পাম্প বন্ধ না-করলে সেখানে বোমা ছোঁড়া হবে। না-হলে আগুন লাগিয়ে দেওয়া হতে পারে। গত রাতে জেলাশাসকের কাছে চিঠি লিখে শহরের সমস্ত পাম্প বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানায় ‘পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন’। ওই সংগঠনের বক্তব্য, সরকার নিরাপত্তার ব্যবস্থা না-করলে পাম্পগুলি খোলা হবে না। জেলা প্রশাসনের বক্তব্য, ৩১টি পেট্রল পাম্পে ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তারক্ষী মোতায়েন সম্ভব নয়। |
|
|
|
|
|