|
|
|
|
করিমগঞ্জে সক্রিয় জঙ্গিরা |
নিজস্ব সংবাদাতা • শিলচর |
করিমগঞ্জ জেলার চরগোলা থেকে সেনাছাউনি সরতে না সরতেই রাতাবাড়ি অঞ্চলে সক্রিয় হয়ে উঠল জঙ্গিরা। কাল রাতে তারা হানা দিয়েছে ছাতাচূড়া পাহাড়ের পাদদেশে, দুল্লভছড়া এলাকায়। বিশ্বজিৎ বৈষ্ণবের বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
পুলিশ জানিয়েছে, রাত ১০টা নাগাদ ৮-১০ জন দুষ্কৃতী প্রথমে সুদাম বৈষ্ণবের বাড়িতে গিয়ে তার কাছে দু’লক্ষ টাকা দাবি করে। তিনি হইচই জুড়লে চলে আসে তার ভাইপো বিশ্বজিতের বাড়িতে। সকলের পরনেই ছিল জলপাই রঙের পোশাক। হাতে একে ৪৭। বিশ্বজিৎ টাকা দিতে না চাইলে পরপর চার রাউন্ড গুলি করে সরে পড়ে তারা। দীর্ঘ দিন পর ওই এলাকায় নতুন করে জঙ্গিহানার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। চরগোলা থেকে সেনাছাউনি সরানোতেই এমনটা সম্ভব হয়েছে বলে সকলের অভিযোগ। স্থানীয় কংগ্রেস বিধায়ক কৃপানাথ মালাও এই ঘটনায় উদ্বেগ ব্যক্ত করেছেন। তাঁরও বক্তব্য, সেনাছাউনি সরানোতেই জঙ্গিরা নতুন করে সাহস সঞ্চয় করেছে।
করিমগঞ্জের পুলিশ সুপার পূজারির দাবি, দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। আগ্নেয়াস্ত্র হাতে লুঠপাট করাই তাদের পেশা। তাদের গ্রেফতারের জন্য ছাতাচূড়া পাহাড় এবং সংলগ্ন এলাকায় কাল রাত থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। ওই এলাকায় যে জঙ্গি তৎপরতা রয়েছে এবং সেনাছাউনি থাকার দরুন তা মাথাচাড়া দিতে পারেনি, এ কথা স্বীকার করে নিয়েও এসপি বলেন, কাল রাতের হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। সেনা জওয়ানরা থাকলেও যে এমনটা ঘটত না, এ কথা বলা যায় না। তিনি আশ্বস্ত করেন, ফিল্ড রেজিমেন্টকে সরিয়ে নেওয়া হলেও চরগোলা থেকে সেনাছাউনি প্রত্যাহৃত হচ্ছে না। তাদের জায়গায় আসাম রাইফেলস-কে দায়িত্ব দেওয়া হয়েছে। |
|
|
|
|
|