খাদ্য বিল
রাজ্যসভাতেও পাশ, বিরোধিতায়
তৃণমূলের পাশে নেই নীতীশের দল
রাজ্যের অধিকার খর্বের অভিযোগ তুলে খাদ্য বিলে সংশোধন প্রস্তাব এনে ভোটাভুটি চাইল তৃণমূল। কিন্তু তাতে সায় দিল না নীতীশ কুমারের জেডিইউ। বরং তারা দাঁড়াল সরকারের পাশে। সাধারণ নির্বাচনের আগে রাজনীতির এমন সমীকরণকে সামনে রেখেই লোকসভার পর আজ রাজ্যসভাতেও অনায়াসে পাশ হয়ে গেল খাদ্য সুরক্ষা বিল।
কেন্দ্রের প্রস্তাবিত খাদ্য সুরক্ষা বিলের কিছু ধারা নিয়ে তৃণমূল গোড়া থেকেই বিরোধিতা করছে। রাজ্যসভায় খাদ্য বিল নিয়ে বিতর্কে আজ বিষয়টির ব্যাখ্যা করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন বলেন, “যে ভাবে এই বিলটি আনা হচ্ছে, তাতে দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকেই ঠাট্টা করা হচ্ছে। এই বিলের ৩৮ নম্বর ধারায় বলা হচ্ছে, কেন্দ্র কোনও নির্দেশ দিলে তা মানতে বাধ্য রাজ্য। এটা মেনে নেওয়া যায় না।” তাৎপর্যপূর্ণ হল, রাজ্যের অধিকার রক্ষার প্রশ্নে এক সময় নীতীশকে পাশে নিয়েই ফেডারেল ফ্রন্ট গড়ার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ আজ সেই প্রশ্নই যখন উঠল, তখন নীতীশের দল কেন্দ্রের বিরুদ্ধে গেল না।
কাজেই সংসদে খাদ্য বিল নিয়ে ভোটাভুটি থেকে লোকসভা ভোটের আগের সমীকরণটা ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে বলে মনে করছেন অনেকে। এক দিকে বিজেপি, চার বাম দল, এডিএমকে, বিজু জনতা দল, অকালি দল ও তৃণমূল কিছু সংশোধন প্রস্তাব এনে তাতে ভোটাভুটি দাবি করে সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। অন্য দিকে, সামান্য সমালোচনা করেও ভোটাভুটিতে সরকারের সুবিধে করে দিয়েছে সপা, বসপা, আরজেডি, জেডিইউয়ের মতো দল। নিজেদের রাজ্যে পরস্পর যুযুধান হয়েও এ ক্ষেত্রে তারা একজোটে দাঁড়িয়েছে কেন্দ্রের পাশে। সপা সাংসদরা গোড়ায় কিছু সংশোধন প্রস্তাব আনলেও পরে মুলায়মের নির্দেশে প্রত্যাহারও করে নেন। মজার কথা হল, রাজ্যসভায় সরকার সংখ্যালঘু। কিন্তু সপা-বসপার পর নীতীশের সমর্থন পেয়ে যাওয়ায় বিরোধীদের থেকে আজ ভোটাভুটিতে অনেক এগিয়ে থেকেছে সরকার।
কেন্দ্রীয় মন্ত্রিসভার এক শীর্ষ নেতার মতে, যে কোনও বিষয়ে কংগ্রেসের উগ্র বিরোধিতা করাই এখন বিজেপি, তৃণমূল, এবং জয়ললিতার এডিএমকে-র লক্ষ্য। লোকসভা ভোটযুদ্ধে যা-ই হোক না কেন, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে সপা, বসপা, জেডিইউয়ের মতো দল কংগ্রেসের পাশেই থাকবে। অনেকের মতে, এখানে বিজেপি তথা নরেন্দ্র মোদীর বিরোধিতার প্রশ্নটিও ঢুকে পড়েছে। তাই কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে নীতীশের দল। এবং নীতীশ-কংগ্রেস সম্ভাব্য সমঝোতার পরিস্থিতিতেও কংগ্রেসের সঙ্গে থাকতে হচ্ছে লালু প্রসাদকে। লোকসভায় খাদ্য সুরক্ষা বিলে সমর্থন জানিয়ে সনিয়ার প্রশংসা করেছিলেন লালু। আজও রাজ্যসভায় আরজেডি সমর্থন জানিয়েছে সরকারকে। একই ভাবে বিজেপি-র আনা সংশোধন প্রস্তাবে সায় দিয়ে সরকারের বিরুদ্ধে ভোট দিতে রাজি হয়নি মায়াবতী-মুলায়মের দল। প্রায় রাত সাড়ে এগারোটায় ধ্বনিভোটে বিলটি পাশ হয়।
রাজ্যসভায় আজ খাদ্য সুরক্ষা বিল পাশ হওয়ার পর এ বার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বিলটিতে সম্মতি দেবেন। তার পর নয়া আইনের বাস্তবায়ন করতে হবে সব রাজ্যকে।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.