পুরুলিয়া-বাঁকুড়া |
জট কাটার লক্ষণ,
তবু দুশ্চিন্তা থেকেই
যাচ্ছে রঘুনাথপুরে |
শুভ্রপ্রকাশ মণ্ডল, পুরুলিয়া: আলোচনায় জট কিছুটা কাটলেও পুরুলিয়ার রঘুনাথপুরে নিজেদের তাপবিদ্যুত্ প্রকল্পে জল সরবরাহ নিয়ে পুরোপুরি দুশ্চিন্তামুক্ত হতে পারল না ডিভিসি। তবে, মঙ্গলবার রঘুনাথপুরে ডিভিসি-র প্রকল্প কার্যালয়ে হওয়া বৈঠকে স্থায়ী চাকরির দাবিতে অনড় থাকা জমি-মালিকদের মধ্যে দ্বিমত লক্ষ করা গিয়েছে। |
|
রাজদীপ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: আসন একটাই। দাবিদার অনেক। কে বসবেন সভাধিপতির আসনে? এই প্রশ্নই ঘুরছে বাঁকুড়া জেলায় তৃণমূলের অন্দরে, চায়ের আড্ডা থেকে অফিসে-ক্যান্টিনে।
এ দিকে সভাধিপতির নাম ঘোষণার দিন যত এগিয়ে আসছে, জেলার তৃণমূল নেতাদের মধ্যে উত্তেজনার পারদ ততই চড়ছে। বসে নেই তৃণমূলের জেলা পরিষদের জয়ী প্রার্থীরাও।
|
সভাধিপতি কে,
কলকাতায়
তদ্বিরে নেতারা |
|
যন্ত্রণার ছবি আঁকল আদিবাসী খুদে শিল্পীরা |
|
বীরভূম |
মাদক খাইয়ে লুঠ,
উদ্ধার ৩ ট্রেনযাত্রী |
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: দূর রাজ্যে গিয়ে রক্তজল ঝরিয়ে টাকা আয় করে বাড়ি ফিরছিলেন তাঁরা। মাঝপথে তাঁদের সঙ্গে আলাপ জমিয়ে মাদক মেশানো খাবার খাইয়ে সর্বস্ব লুঠ করে নিয়ে পালাল অপরিচিত এক যুবক। ফের রামপুরহাট স্টেশনে এমন ঘটনায় আক্রান্ত তিন অচৈতন্য যাত্রী উদ্ধার হলেন। |
|
ব্যাহত টেলিফোন পরিষেবা, কার্যালয়ে তালা দুবরাজপুরে
|
নিজস্ব সংবাদদাতা, দুবরাজপুর: দিন কয়েক ধরে টানা ল্যান্ডলাইন ফোন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলেও তা ফের চালু করার উদ্যোগী হয়নি কর্তৃপক্ষ। ক্ষোভে মঙ্গলবার দুপুরে কর্মীদের আটকে রেখে দুবরাজপুরের বিএসএনএলের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বেশ কিছু গ্রাহক। |
|
|
ম্যানেজারের বদলি রুখতে বিক্ষোভ ব্যাঙ্কে |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|