প্রতিবন্ধী যুবতীর ‘শ্লীলতাহানি’, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
মানসিক প্রতিবন্ধী এক যুবতীর শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। সোমবার রাতে রামপুরহাট থানার বিনোদপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবক প্রদীপ লেটের বাড়ি রামপুরহাটের তিলাই গ্রামে। মঙ্গলবার রামপুরহাট আদালতে হাজির করানো হলে ধৃতের ৭ দিন জেল হাজত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মাসখানেক ধরে ওই যুবতী বিনোদপুর গ্রামের বাসস্ট্যান্ডের প্রতীক্ষাশালায় থাকছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিবার রাত পৌনে ১১টা নাগাদ রামপুরহাট থেকে বাড়ি ফেরার পথে কয়েক জন প্রদীপকে ওই যুবতীর উপরে ধ্বস্তাধ্বস্তি করতে দেখেন। তাঁরা এগিয়ে এলে প্রদীপ পালিয়ে যায় বলে অভিযোগ। সোমবার পুরো বিষয়টি এলাকায় ছড়িয়ে যায়। সন্ধ্যায় ওই যুবককে ফের বাসস্ট্যান্ড এলাকায় ঘুরতে দেখে এলাকার মানুষ ধরে ফেলেন। তাকে আটকে রেখে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাতে স্থানীয় দুই বাসিন্দা জামির শেখ ও মাইনুল শেখের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করে। এ দিকে পুলিশ ওই মানসিক প্রতিবন্ধী যুবতীর পরিচয় ও নাম ঠিকানো জানার চেষ্টা শুরু করেছে। তাঁকে আপাতত স্থানীয় একটি সরকারি হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই মানসিক প্রতিবন্ধী যুবতীকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁর থেকে কোনও সন্তোষজনক উত্তর মেলেনি।
|
অস্থায়ী কর্মীদের বিশেষ প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
অস্থায়ী কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য এই প্রথম বিশেষ প্রশিক্ষণ এবং কর্মশালা শুরু করল বিশ্বভারতী। সোমবার লিপিকা প্রেক্ষাগৃহে এই কর্মশালায় বিশ্বভারতীর প্রায় ১৮৮ জন অস্থায়ী কর্মী যোগ দিয়েছিলেন। উদ্যান বিভাগে, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতি মেরামত, হাসপাতাল পরিচালনা-সহ ৯টি বিভাগের জন্য প্রশিক্ষণ দেবে বিশ্বভারতী। উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত জানান, অস্থায়ী কর্মীরা বিশ্বভারতীর অপরিহার্য অঙ্গ। এই কর্মশালায় তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কাজের দক্ষতা বাড়ানো হবে। অস্থায়ী কর্মী মহাদেব মণ্ডল, হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়, গোরাচাঁদ অধিকারীরা বলেন, “প্রায় দেড় দশক ধরে আমরা কাজ করছি। উপাচার্যের উদ্যোগে এমন প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়ে আমরা খুশি। এই বিশেষ প্রশিক্ষণ প্রায় এক মাস ধরে চলবে।
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মইদুল ইসলাম। বাড়ি রঘুনাথপুর থানার রায়ডি গ্রামে। সোমবার সন্ধ্যায় গ্রামের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রঘুনাথপুর আদালতে তাকে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। |