রেফার না -করলে
বেশি নম্বর, কিন্তু
হিসেব রাখছে কে |
সুমন ঘোষ ও পারিজাত বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর ও কলকাতা:চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উৎসাহিত করতে ‘বঙ্গ চিকিৎসা সম্মান’ দেওয়া হবে, ঘোষণা করেছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহেই এই পুরস্কারের সূচনা হয়েছে। আগে কেবল ভাল হাসপাতালগুলিকে পুরস্কৃত করা হত। কিন্তু উদ্যমী কর্মীদের স্বীকৃতি দিতে আগ্রহী তাঁর সরকার, তা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। পুরস্কার অনুষ্ঠানের দিন ধার্য হয়েছে ১৯ অগস্ট। |
|
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: কয়েক মাস বয়স থেকেই বাচ্চাটার জ্বর। সর্দি-কাশিও লেগেই থাকত। সঙ্গে আবার শ্বাসকষ্টও। বাড়ির বড়দের পরামর্শে বুকে-পিঠে তেল মালিশ করে রোদে শুইয়ে রাখার মেয়াদ আরও কিছু দিন বাড়ানো হল। যাতে ঠান্ডা না লাগে, তাই বাইরে বেরোলে কান-মাথা আষ্টেপৃষ্ঠে ঢেকে রাখাও হতো। তবু সমস্যাটা কমলো না। কয়েক বছর এ ভাবে চলার পরে সন্তানকে বিশেষজ্ঞ ডাক্তার দেখালেন বাবা-মা। আর পরীক্ষানিরীক্ষা করে ধরা পড়ল শিশুটির হার্টে জন্মগত ত্রুটি রয়েছে। |
ঘাটতি পরিকাঠামোয়,
সচেতনতার অভাবেও
হৃদরোগে মৃত্যু শিশুদের |
|
অন্তঃসত্ত্বাদের রক্তাল্পতা সত্যিই কি কমেছে, তদন্ত |
|
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: অন্তঃসত্ত্বা অবস্থায় মেয়েদের প্রবল রক্তাল্পতায় ভোগার প্রবণতা ক্রমশ কমছে রাজ্যে। অন্তত পরিসংখ্যান তাই বলছে। কিন্তু দফতরের এই সাফল্যে স্বাস্থ্যকর্তাদের মুখে হাসি ফোটার বদলে এখন দুশ্চিন্তার কালো মেঘ। কী করে এমন উলটপুরাণ সম্ভব হল, তা নিয়ে সংশয় কাটাতে উল্টে তদন্তেরই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। গোটা দেশে ‘র্যাপিড হাউসহোল্ড সার্ভে— ২০১০’ অনুযায়ী, অন্তঃসত্ত্বা থাকাকালীন রক্তাল্পতায় ভোগেন ভারতের ৬৫.৬% মহিলা। পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা প্রায় ৬৪%। |
|
এ মাসেই বন্ধ হচ্ছে ব্লাড ব্যাগ তৈরির রাজ্য সরকারি কারখানা |
|
পুরভবনে জমা জলেই
মিলল মশার লার্ভা |
|
|
টুকরো খবর |
|
|