২২ বছরের এক মহিলার ভুল অস্ত্রোপচার করলেন সরকারি হাসপাতালের চিকিত্সক। অস্ত্রোপচার করে ফ্যালোপিয়ান টিউব বাদ দিতে গিয়ে ওই চিকিত্সক মমতারানি বেহেরার ক্ষুদ্রান্ত্র বাদ দিয়েছেন বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুপ ঘোষ। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ২৪ জুলাই বালেশ্বর জেলার বালিয়াপালে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সেখানেই অস্ত্রোপচার হয় মমতারানির। পরে বুক -পেটে প্রচণ্ড ব্যথা হওয়ায় তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁর অবস্থার অবনতি হওয়ায় আনা হয় কটকে। আপাতত কটকের হাসপাতালেই চিকিত্সা চলছে তাঁর।
|
শ্রাবণী মেলায় ভিড় জমানো ভক্তদের জন্য শহরের নানা প্রান্তে রাখা পানীয় জলের পাত্র থেকে জল খাওয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ দেওঘরে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মনোজ মণ্ডল। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। জল খেয়ে গুরুতর অসুস্থ হওয়ার পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে মনোজবাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। ওই পাত্র থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। |