ভ্রম সংশোধন
• পার্থ চট্টোপাধ্যায়ের প্রবন্ধের (‘মিছিলে কারা হাঁটলেন...’, ২৫-৬) সপ্তম অনুচ্ছেদে কিছু কথা
বাদ পড়ে গিয়েছে। ছাপা হয়েছে: ‘নিন্দুকেরা বলতেই পারেন, পক্ষেও যুক্তি আছে।’ সম্পূর্ণ
কথাটি ছিল: ‘নিন্দুকেরা বলতেই পারেন, কোন দলের সরকার, সেইমতো স্থির হচ্ছে
প্রতিবাদ করব কি করব না। মাপকাঠিটা বদলে যাচ্ছে। কিন্তু উল্টো পক্ষেও যুক্তি আছে।’
• অশ্রুকুমার সিকদারের চিঠিতে (‘ক্ষমতার বিড়ম্বনা’, ২৪-৬) দুটি মুদ্রণপ্রমাদ ছিল।
(১) ‘পরিবর্তনকারী আমার মনে এই সংশয়ও ছিল, এ বদলে কি শুধু বদলাই হবে’,
বাক্যটিতে ‘পরিবর্তনকারী’র জায়গায় ‘পরিবর্তনকামী’ হবে।
(২) ‘বর্তমান ও অন্যান্য শাসনকালে রাষ্ট্রীয় সন্ত্রাসে একই দিনে চোদ্দো জন গুলিবিদ্ধ
হয়ে মারা যাননি’ বাক্যে পড়তে হবে ‘বর্তমান শাসনকালে রাষ্ট্রীয় সন্ত্রাসে
একই দিনে চোদ্দো জন গুলিবিদ্ধ হয়ে মারা যাননি।’
• সঞ্জীব রাহার লেখা চিঠিতে (‘মংপু রবীন্দ্রভবনের সংস্কার জরুরি’, ১০-৬)
ক্ষিতিমোহন সেনের নাম উল্লেখিত হয়েছে অমর্ত্য সেনের ‘ঠাকুরদা’ হিসাবে।
হবে ‘দাদামহাশয়’।
এই ভুলগুলির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। |
|