পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁর হত্যার চক্রান্তের অভিযোগ জনসভায় করছেন। (‘আমাকে খুনেরই চক্রান্ত’, ২০-৬) পুলিশের কাছে নয় কেন? হত্যার চক্রান্ত বিষয়ে ফৌজদারি আইন মতে পুলিশের কাছে অভিযোগ করতে হয়। পুলিশ তদন্ত না-করলে কোর্টের আশ্রয় নিতে হয়। তা সত্ত্বেও জনসভায় তাঁকে ‘হত্যার চক্রান্ত করছে’ বলছেন অথচ জনসাধারণকে বলছেন না পুলিশ কী করেছে! জনসাধারণ যদি বলেন, মুখ্যমন্ত্রী ‘উড়ো খই গোবিন্দায় নমঃ’ করছেন, দোষ দেওয়া যায় কি? আবার কেউ যদি বলে, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা নেই, তাই মুখ্যমন্ত্রীকেও জনসাধারণের কাছে তাঁর হত্যার চক্রান্তের অভিযোগ করতে হচ্ছে, তাকেও কি দোষ দেওয়া যাবে?
মুখ্যমন্ত্রীর আসনের মর্যাদা দিতে হলে তাঁর খুনের চক্রান্তের অভিযোগ অবিলম্বে পুলিশকে জানাতে হবে।
সুনীলকুমার পাল। লন্ডন
|
সম্প্রতি ব্যাঙ্কে পেনশন আনতে যাই। যাতে তাড়াতাড়ি টাকা তুলতে পারি, সে জন্য সকাল ৯টা ৪৫ মিনিটে ব্যাঙ্কের মেন গেটে লাইন দিই। ব্যাঙ্কের দরজা খুললে ব্যাঙ্কের ভিতরে গিয়ে দেখি, আমার আগে সাত জন গ্রাহক দাঁড়িয়ে আছেন। পনেরো কুড়ি মিনিট কেটে গেলেও ব্যাঙ্কের কাজকর্ম চালু হল না। জানতে পারলাম, লিঙ্ক নেই। লিঙ্ক কখন চালু হবে তা কেউ পরিষ্কার করে জানাতে পারল না। ভিড় বাড়তেই লাগল। অনেক প্রবীণ মানুষ পেনশনের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়লেন। অনেকেই মাটিতে বসে পড়লেন। চিত্কার চেঁচামিচিতে মাছের বাজার। সাড়ে এগারোটা পর্যন্ত টাকা তুলতে পারলাম না। বাধ্য হয়ে বাড়ি ফিরে এলাম। যেতে আসতে ৫০ টাকা রিকশা ভাড়া লাগল।
বীরেন সরকার। অরবিন্দনগর, বাঁকুড়া
|
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আমার পদত্যাগপত্র পেশ প্রসঙ্গে বলা হয়েছে: “আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ বা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মতো আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন সুদীপ্তবাবু।” (‘কাজের সুযোগ নেই, ফের ইস্তফা...’, ১২-৬) এতে তথ্যগত ভুল রয়েছে। আমি ওই দুই প্রতিষ্ঠানে ‘শিক্ষকতা’ করিনি। গবেষক হিসেবে কাজ করেছি। প্রথম প্রতিষ্ঠানে (এন আই এইচ) ‘রিসার্চ ফেলো’ পদে এবং দ্বিতীয় প্রতিষ্ঠানে (এম আই টি) ‘পোস্টডক্টরাল অ্যাসোসিয়েট’ পদে।
সুদীপ্ত সরস্বতী। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শারীরবিজ্ঞান বিভাগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় |