ভ্রম সংশোধন
সোমবার ‘নেতারা নন, মোদীকে বেছে নিয়েছেন কর্মীরাই’ প্রতিবেদনে বলা হয়েছে,
১৯৬৭ সালের নির্বাচনের দু’বছরের মধ্যে মোরারজি দেশাই, রামমনোহর লোহিয়া-রা
দল ছেড়ে বেরিয়ে যান। প্রকৃত পক্ষে দেশ স্বাধীন হওয়ার কিছু দিন পরেই
তৎকালীন প্রধানমন্ত্রী জহওরলাল নেহরুর সঙ্গে নীতিগত বিরোধের কারণে
কংগ্রেস ছাড়েন লোহিয়া। ১৯৬২ সালে ফুলপুরে লোকসভা নির্বাচনে নেহরুর
বিরুদ্ধে প্রার্থীও হন তিনি। লোহিয়া কোনও দিনই কংগ্রেসের সিন্ডিকেটের
সদস্য ছিলেন না। বরং সিন্ডিকেটের সদস্য ছিলেন মোরারজি দেশাই,
এস কে পাটিল, নিজলিঙ্গাপ্পা, অতুল্য ঘোষ প্রমুখ। ১৯৬৯ সালে কংগ্রেস
ভাঙার দু’বছর আগেই ১৯৬৭ সালে মৃত্যু হয় রামমনোহর লোহিয়ার।
|
|