|
|
|
|
প্রভাব বাড়াতে দুই নেতাকে দলে টানল তৃণমূল কংগ্রেস |
|
নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গের দুই বড় মাপের নেতা শনিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের একজন কালচিনির মোর্চা-সমর্থিত নির্দল বিধায়ক উইলসন চম্পামারি। অপরজন সিপিএমের জেলা কমিটির সদস্য চৈতি বর্মন। তিনি কোচবিহার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ছিলেন। এর ফলে আগামী পঞ্চায়েত ভোটে ডুয়ার্সের আদিবাসী সম্প্রদায়, ও কোচবিহারের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে কতটা প্রভাব পড়তে পারে, তা নিয়ে সব দলের মধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। |
|
ডিএম, এসপি-কে ধমক নয়, নেতাদের বার্তা মন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা, মালদহ: দলের কিছু নেতা থানার ওসিদের ভয় দেখাচ্ছেন, জেলাশাসক-পুলিশ সুপার স্তরের আধিকারিকদের উপরে চাপ সৃষ্টি করছেন বলে মেনে নিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। শনিবার মালদহে সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে জেলা শ্রমিক সংগঠনের প্রকাশ্য সভায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সামনে পর্যটনমন্ত্রী বলেন, “আমার কাছে খবর আছে, দলের কিছু নেতা থানার ওসিকে চমকাচ্ছেন। বিডিও, ডিএম, এসপি-কেও ধমকধামক দিচ্ছেন। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে সিপিএমের যে ব্যাধি হয়েছিল, আমাদেরও সেই ব্যাধি ধরেছে।” |
|
|
বোনাস নিয়ে সমস্যা,
বন্ধ বান্দাবানি বাগান |
টাকা ‘দাবি’ পুলিশের,
জাতীয় সড়ক অবরোধ |
|
উচ্চ মাধ্যমিকের খাতা খুঁজে দিলেন ভ্যানচালক |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|