উচ্চমাধ্যমিক পরীক্ষার ৪২টি খাতা খুঁজে দিলেন রায়গঞ্জের এক ভ্যানচালক। গত শুক্রবার দুপুরে বাড়ি ফেরার পথে উচ্চমাধ্যমিকের খাতাগুলি হারিয়ে ফেলেন কালিয়াগঞ্জ মিলনময়ী গার্লস হাইস্কুলের বাংলার শিক্ষিকা শেলি খাসনবিশ। রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই রাতেই রামপুর লহন্ডার বাসিন্দা ভ্যানচালক মনোরঞ্জন বিশ্বাস থানায় ফোন করে খাতাগুলি পাওয়ার কথা জানান। রাতেই পুলিশ সেগুলি উদ্ধার করে। মনোরঞ্জনবাবু বলেন, “শুক্রবার রাত ৯টা নাগাদ কমলাবাড়ি হাট থেকে ভ্যান চালিয়ে ফেরার সময়ে রাস্তার পাশে পড়ে থাকা খাতাভর্তি একটি ব্যাগ কুড়িয়ে বাড়িতে নিয়ে যাই। পড়শিদের দেখাতে জানা যায়, সেগুলি উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা। তারপরেই পুলিশে ফোন করি।”
রায়গঞ্জ থানার পুলিশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রতিনিধিদের থানায় ডেকে পাঠিয়ে খাতাগুলি তাঁদের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবা মহেশোর বাসিন্দা সংসদের বাংলা বিষয়ের উত্তরবঙ্গ আঞ্চলিক এলাকার প্রধান পরীক্ষক অনিলকুমার ঘোষের কাছ থেকে খাতাগুলি নিয়ে স্বামীর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন শেলিদেবী। সে সময়েই খাতার ব্যাগটি পড়ে যায় বলে তিনি জানান। খাতা উদ্ধারের খবর পেয়ে শুক্রবার রাতেই থানায় যান শেলিদেবী। সংসদের উত্তর দিনাজপুর জেলার পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক শুভেন্দু মুখোপাধ্যায় বলেন, “পরীক্ষার খাতা উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় ওই ভ্যানচালককে সংসদের তরফে ধন্যবাদ জানানো হয়েছে।” |