স্কুলে তালা দিয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
শিক্ষকদের বিরুদ্ধে সঠিক সময়ে না আসার অভিযোগ তুলে স্কুলে তালা ঝোলালেন অভিভাবকেরা। মালদহের রতুয়া-২ ব্লকের আসকাপাড়া প্রাথমিক স্কুলে শনিবার দুপুরের ঘটনা। সমস্যার সমাধান না হওয়া না পর্যন্ত স্কুল খুলতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আড়াইডাঙ্গা চক্রের পরিদর্শক মীর শাহনওয়াজ বলেন, “ঘটনার কথা শুনেছি। সব খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের পঠনপাঠান স্বাভাবিক রাখার বিষয়টি দেখা হচ্ছে।” প্রধান শিক্ষক ছাড়া তিনজন শিক্ষক এবং দু’জন পার্শ্বশিক্ষক আছেন ওই স্কুলে। ছাত্রছাত্রীর সংখ্যা ৩১৫। অভিভাবকদের অভিযোগ, শিক্ষকেরা নিয়মিত স্কুলে আসেন না। অনেকেই দেরি করে আসেন। নিম্নমানের সামগ্রী গিয়ে মিডডে মিলের রান্না হয়। একাধিকবার প্রধান শিক্ষককে সতর্ক করা হলেও কিছুই হয়নি। অভিভাবক কামাল হোসেন, লুৎফর রহমানেরা জানান, কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তালা খোলা হবে না। প্রধান শিক্ষক অলক রায় বলেন, “অভিযোগ ঠিক নয়। এ দিন ব্যক্তিগত কারণে স্কুলে যেতে পারিনি। কিন্তু অন্য শিক্ষকরা কেন আসেননি তার খোঁজ নেব।” |
জমি-বিবাদ, আহত ৬ জন
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
জমি নিয়ে দু’টি সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন। শনিবার সকালে ইসলামপুরের রামপুরে এবং বিকেলে নলবাড়ি ডাঙ্গা পাড়ার পাকরগছ এলাকাতে ঘটনা দু’টি ঘটেছে। পুলিশ জানিয়েছে, পাকরগছ এলাকায় জমি নিয়ে শরিকি বিবাদের জেরে দুই মহিলা-সহ ৫ জন আহত হয়েছেন। ৮টি ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “জমি নিয়ে বিবাদে কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তদন্ত চলছে।” অন্য দিকে, রামপুরে স্কুলের জমি নিয়ে বিবাদে একজন আহত হয়েছেন। কংগ্রেসের অভিযোগ, স্কুল ঘর তৈরি তৃণমূলীরা বাধা দেয়। এক সমর্থক জখম হয়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। |
ভেস্তে গেল শিবির
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রক্ত সংগ্রহ করার ব্যাগ নেই। তাই ফিরিয়ে দেওয়া হল রক্তদাতাদের। শনিবার রায়গঞ্জে ডিওয়াইএফের শিবিরে ৩০ জনের রক্ত নেওয়ার পরে ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আর রক্ত নেওয়া যাবে না। রায়গঞ্জ হাসপাতালের সহকারি সুপার গৌতম দাস বলেন, “রক্তের ব্যাগের সরবরাহ স্বাভাবিক না হলে রক্তের সঙ্কট মিটবে না।” |
ভাঙল সেতু
নিজস্ব সংবাদদাতা • লাটাগুড়ি |
জলপাইগুড়ি জেলা পরিষদের তৈরি প্রায় ৬৫ ফুট দীর্ঘ সেতুর একাংশ ভেঙে পড়েছে ডুয়ার্সের লাটাগুড়িতে। শনিবার বিকেলে লাটাগুড়ির মহালক্ষ্মী কলোনির ঘটনা। বাসিন্দারা জানান, এলাকার কামিনীডোবার ওই সেতুটি জাতীয় সড়ক ও রাজ্য সড়কের মধ্যে সংযোগের কাজ করত। পুলিস জানায়, এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে। সেই কাজে বালিবোঝাই একটি ট্রাক উঠতেই সেতুর একটি অংশ ভেঙে পড়ে। ট্রাকের চালক চোট পেয়েছেন। আহত হয়েছেন ট্রাকটির পিছনে থাকা এক বাইক চালক। সেতু ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। |
ভাঙল সেতুর একাংশ। ভোগান্তি এলাকার মানুষের।—নিজস্ব চিত্র। |
এ দিকে, সেতু ভাঙা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। তৃণমূলের মালবাজার পঞ্চায়েত সমিতির সদস্য মহুয়া গোপ বলেন, “বাম আমলে নিম্নমানের কাজ হয়েছিল। তারপরেও সংষ্কার না হওয়ায় সেতুটি ভেঙেছে।” সিপিএমের ক্রান্তি-১ কমিটির লোকাল সম্পাদক আশিস সরকার বলেন, “ভারী গাড়ি চলাচলের জন্য সেতুটি তৈরি হয়নি।” লাটাগুড়ির জেলাপরিষদ সদস্য সিপিএমের সমীর ঘোষ বলেন, “বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা হচ্ছে।” সেতুটি কি ভাবে ভাঙল তা খতিয়ে দেখা হবে বলে জানান মালবাজারের মহকুমাশাসক নারায়ণ বিশ্বাস। |
ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ইসলামপুরের লোকনাথ কলোনি সংলগ্ন এলাকার ঘটনা। মৃতের নাম মিঠুন কামতি (১৯)। পুলিশ জানায়, লাইন পার হওয়ার সময় ট্রেন তাকে ধাক্কা দেয়। |