দাবিমত টাকা না পেয়ে এক চালককে ট্রাফিক পুলিশের হেনস্থার অভিযোগে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ট্রাক চালক ও খালাসিরা। ঘটনাটি শনিবার সকালে ইংরেজবাজারের রথবাড়ি মোড়ের। অবরোধ বিক্ষোভের জেরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, নিত্যযাত্রীদের চরম দুর্ভোগে পোহাতে হয়। তিনঘন্টা পর বেলা সাড়ে দশটা নাগাদ একজন ডিএসপির নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানায়, বাংলাদেশে রফতানির জন্য নাসিক থেকে ১৬ টন আঙুর ভর্তি ট্রাক নিয়ে এ দিন চালক রামকুমার ও তাঁর খালাসি রামপ্রসাদ হিলি যাচ্ছিলেন। রথবাড়ির কাছে সিগন্যাল ভাঙার অভিযোগ তুলে ট্রাকটি পুলিশ আটক করে। চালক রামকুমার বলেন, “আমি ভুল করে সিগন্যাল ভেঙে ফেলি। এক ট্রাফিক পুলিশের কনস্টেবল এসে ট্রাক আটকে ১০ হাজার টাকা দাবি করেন। অথচ আইন অনুসারে ওই অপরাধে ৩০০ টাকা ফাইন করার কথা।”
ঘটনাটি দেখে এগিয়ে আসেন অন্য চালক ও খালাসিরা। তার পরেই শুরু হয় অবরোধ। মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উজ্জল সাহা বলেন, “রথবাড়ি মোড়ে গাড়ি আটকে ট্রাফিক পুলিশের তোলা আদায়ের ঘটনা নতুন নয়। জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করব।” |