মন্ত্রী ঘেরাও হরিণঘাটায় |
 |
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট: প্রতিমন্ত্রী এবং জেলাশাসকের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন মিডডে মিলের রাঁধুনিরা। বৃহস্পতিবার দুপুরে হরিণঘাটা বিডিও অফিসে পাট্টা বিলি করে ফেরার নদিয়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) দেবাশিস সরকার এবং রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের রাষ্ট্রমন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহাকে ঘেরাও করা হয়। মিনিট পনেরো পর কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী, হরিণঘাটার বিডিও সুজয় সাধুর হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। |
|
নিজস্ব সংবাদদাতা, করিমপুর: অবশেষে চরের জমিতে পা পড়ল সীমান্তরক্ষী বাহিনীর। মাসখানেক ধরে পদ্মার ওপারের চরে রীতিমত মাচা বেঁধে নজরদারি চালাচ্ছেন তাঁরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি সীমান্তের চাষিরাও।
বিএসএফের ৯১ নম্বর ব্যাটেলিয়নের এক কর্তা বলেন, “এর আগে চর নিয়ে বহু সমস্যা হয়েছে। বাংলাদেশি দুষ্কৃতীদের হানার শিকার হয়েছে চর এলাকা। তাই কোনও ঝুঁকি না নিয়ে কাছারিপাড়া, মধুগাড়ি ও বাউসমারি এলাকায় পদ্মার ওপারে রীতিমত মাচা করে চব্বিশ ঘণ্টা ধরেই নজরদারি চালানো হচ্ছে। আর এক্ষেত্রে গ্রামবাসীরা আমাদের পাশে আছেন।” |
চরে বিএসএফের
প্রহরা, খুশি চাষিরা |
|
পরস্পরের প্রশংসাকরে প্রশ্ন দু’দলে |
|
সীমানার গ্রামে
আশ্রয়ের ব্যবস্থা |
 |
|
টুকরো খবর |
|
|