প্রতিমন্ত্রী এবং জেলাশাসকের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন মিডডে মিলের রাঁধুনিরা। বৃহস্পতিবার দুপুরে হরিণঘাটা বিডিও অফিসে পাট্টা বিলি করে ফেরার নদিয়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) দেবাশিস সরকার এবং রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের রাষ্ট্রমন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহাকে ঘেরাও করা হয়। মিনিট পনেরো পর কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী, হরিণঘাটার বিডিও সুজয় সাধুর হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নানা ভাবে তাদের হয়রান করা হচ্ছে। অনেকেই তিন-চার মাস ধরে বেতন পাচ্ছে না। কোথাও অতিরিক্ত রাধুঁনি নিয়োগ করা হচ্ছে। যার ফলে বেতন কমে যাচ্ছে। বিষয়টি বারবার প্রশাসনের কর্তাদের জানিয়েও কোনও কাজ হয়নি। মন্ত্রী বলেন, “এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ওরা একজন অতিরিক্ত জেলাশাসককে আটকেছিল। আমার গাড়ি পিছনের দিকে ছিল। এ ভাবে কারও সঙ্গে আমার কোনও কথা হয়নি।” মন্ত্রী বলেন, “আমি যতদূর শুনেছি এটা ঘেরাও বা বিক্ষোভ নয়, রাঁধুনিদের কিছু সমস্যার কথা জানানোর জন্য গাড়িটি দাঁড় করানো হয়েছিল। বিষয়টিকে অন্য ভাবে দেখানো হচ্ছে।” |