টুকরো খবর
প্রশ্নের মুখে প্রতিমন্ত্রী
বিতর্ক যেন পিছু ছাড়ছে না সদ্য উপ-নির্বাচনে হারা রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের। বৃহস্পতিবার কান্দির মহকুমাশাসকের কার্যালয়ে ‘নিজভূমি নিজগৃহ’ প্রকল্পে ৩২৩ জনকে পাট্টা দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও ছিলেন স্থানীয় বিডিও এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। আমন্ত্রণ পাননি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিধায়কেরা। এ নিয়ে তৈরি হয় বিতর্ক। হুমায়ুন কবীর অবশ্য বলেন, “এটা সরকারি অনুষ্ঠান। মন্ত্রী হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছি। সরকারি সিদ্ধান্ত মতো বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের ডাকা হয়নি। বিডিওদের কাছ থেকে প্রকল্পের খুঁটিনাটি জানবেন সভাপতিরা।” অন্য দিকে, কান্দির বিধায়ক অপূর্ব সরকারের কটাক্ষ, “নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি। অথচ হেরো মন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করলেন। এটা প্রমান করে মুখে গণতন্ত্রের বুলি আওড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বেচ্ছাচারী ও স্বৈরতন্ত্রী।”

স্কুলে বিক্ষোভ
শিক্ষকদের দেরিতে আসার প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ অভিভাবকেরা। বৃহস্পতিবার নওদার ডাকতিয়াপোতা উচ্চ-বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, প্রতিদিন নির্দিষ্ট সময়ের পরেও দেখা মেলে না শিক্ষকদের। এ দিনের বিক্ষোভের জেরে অনেক শিক্ষকই বিদ্যালয়ের ঢুকতে পারেননি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সাধন মণ্ডল বলেন, “কোনও শিক্ষক দেরিতে এলে ব্যবস্থা নেওয়া হবে।” স্কুল পরিচালন সমিতির সভাপতি সুখদেব মণ্ডল বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”

বিয়ে রুখল প্রশাসন
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। শুক্রবার চাপড়ার ন’মাইল এলাকার ওই নাবালিকার বিয়ের হওয়ার কথা ছিল বীরভূমের মোড়গ্রামের বাসিন্দা মীজানুর শেখের। খবর পেয়ে আগেরদিন, বৃহস্পতিবার ওই নাবালিকার বাড়িতে হাজির হন চাপড়ার বিডিও রীনা ঘোষ। রীনাদেবী বলেন, “ওই কিশোরীর বাবা-মাকে বুঝিয়ে বিয়ে রোখা হয়েছে।”

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম পবন ঘোষ (৪২)। বাড়ি খড়গ্রামের আতাই গ্রামে। পুলিশ জানায়, বুধবার রাতে কীটনাশক খান ওই ব্যক্তি। তাঁকে খড়গ্রাম গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি মারা যান।

ট্যাঙ্কারের ধাক্কায় মৃত
ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। নাম মধুসূদন ঘোষ (৪০)। বাড়ি ধুবুলিয়ার মায়াকোল এলাকায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বহরমপুরগামী ওই ট্যাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মধুসূদনবাবুর।

অস্ত্র-সহ ধৃত
শ্রীকৃষ্ণ কলেজের সামনে থেকে বুধবার রাতে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নাম শশাঙ্ক মণ্ডল। বাড়ি বগুলার কলেজপাড়ায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.