ফের দাবি বাসভাড়া বাড়ানোর, মদন কিন্তু এড়ালেন |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় ফের ভাড়া বাড়ানোর দাবি তুললেন বাস মালিকেরা। সেই সঙ্গে ফের বিতর্কের সামনে এসে দাঁড়াল সরকারের ভাড়া না-বাড়ানোর সিদ্ধান্ত। শনিবার মহাকরণে পরিবহণ মন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠকে বাস মালিকেরা জানিয়ে দেন, সরকার ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা না-করলে বাস চালানো অসম্ভব হয়ে পড়বে। পরিবহণ মন্ত্রী তাঁদের জানিয়েছেন, ভাড়াবৃদ্ধি নিয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠীই সিদ্ধান্ত নিতে পারে। তিনি নন। |
|
রোদ-হাওয়ায় ক্ষইছে দুই প্রাচীন বিশ্ববিদ্যালয় |
অলখ মুখোপাধ্যায়, কলকাতা: রোদ, বৃষ্টির হাত থেকে বাঁচাতে মহেঞ্জোদারোর পুরাকীর্তি পর্যন্ত মাটিতে ঢেকে দিতে বলেছিল ইউনেস্কো!
সেই রোদ-বৃষ্টির দাপটেই এখন বাঁচানো দায় রাজ্যের দুই প্রাচীন বিশ্ববিদ্যালয়। সপ্তম শতাব্দীতে রাজা হর্ষবর্ধনের আমলে চিনা পরিব্রাজক হিউয়েন সাং এ দেশে এসে এই দু’টি বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেন। মুর্শিদাবাদের রক্তমৃত্তিকা মহাবিহার এবং পশ্চিম মেদিনীপুরের মোগলমারিতে পাওয়া একটি বৌদ্ধ বিহার। মাটি খুঁড়ে এই দু’টির সন্ধান মেলার পরে তা উপযুক্ত আচ্ছাদনের অভাবে নষ্ট হয়ে যেতে বসেছে। দু’টিই আবিষ্কারের কৃতিত্ব কলকাতা বিশ্ববিদ্যালয়ের। |
|
|
জয় দেখছে কংগ্রেস, দ্বিধায় বাম-তৃণমূল |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৮০ শতাংশের উপর ভোট পড়ায় কংগ্রেস শিবির জয়ের ব্যাপারে আশাবাদী। তবে শাসক তৃণমূল ও বাম শিবির জয় নিয়ে কিছুটা দ্বিধাভিভক্ত। সিপিএম
এ বিষয়ে আগাম কোনও বাজি ধরতে নারাজ হলেও বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের ধারণা, ভোটের ফল বামেদের অনুকূলেই যাবে। মুর্শিদাবাদের রেজিনগর, মালদহের ইংরেজবাজার ও বীরভূমের নলহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শনিবার ভোট গ্রহণ ছিল। |
|
বনধের দিন অনুপস্থিত কেন,
জানতে চিঠি পাঠাল বিশ্ববিদ্যালয় |
সন্ত্রাস মোকাবিলা নিয়ে
রাজ্যকে পরামর্শ উদ্বিগ্ন রাজ্যপালের |
|
দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে মমতা |
|
|