সন্ত্রাস মোকাবিলা নিয়ে রাজ্যকে পরামর্শ উদ্বিগ্ন রাজ্যপালের
ঙ্গি হামলা বা বিস্ফোরণ মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য, জানতে চাইলেন রাজ্যপাল এম কে নারায়ণন। হায়দরাবাদের জোড়া বিস্ফোরণের মতো ঘটনা এ রাজ্যে ঘটলে কতটা ক্ষিপ্রতার সঙ্গে তা সামলাতে পারবে সরকার? প্রশাসনিক কর্তাদের ডেকে জানতে চাইলেন নারায়ণন।
শনিবার রাজভবনে মুখ্যসচিব সঞ্জয় মিত্র, স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশপ্রধান (ডিজি) নপরাজিত মুখোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ এবং রাজ্য গোয়েন্দা-প্রধান জিএমপি রেড্ডিকে ডেকে পাঠিয়ে নিরাপত্তা ব্যবস্থার সবিস্তার পর্যালোচনা করেছেন তিনি।
এক সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন নারায়ণন। সেই সময়েও দেশে বেশ কয়েকটি বড় বিস্ফোরণ হয়েছিল। এ দিন তাঁর পূর্ব অভিজ্ঞতা জানানোর পাশাপাশি পশ্চিমবঙ্গের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বেশ কিছু পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। জেনেছেন প্রশাসনিক কর্তাদের মতামত। গত কয়েকটি বিস্ফোরণের পরই তার সঙ্গে কলকাতার যোগসূত্র পেয়েছিলেন গোয়েন্দারা। তবে দিলসুখনগরের বিস্ফোরণে এখনও কলকাতার যোগসূত্র মেলেনি। বিস্ফোরণের পর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র সঙ্গে যে তথ্য বিনিময় হয়েছে, তাতে এখনও পর্যন্ত কলকাতাকে ব্যবহারের কোনও প্রমাণ মেলেনি বলে কর্তারা রাজ্যপালকে জানিয়েছেন। দিন কয়েক পরে বিস্ফোরণস্থল ঘুরে দেখতে রাজ্য থেকে টিম পাঠানোর কথা ভাবা হচ্ছে বলে রাজ্যপালকে জানানো হয়। এনএসজি হাবের অবস্থান নির্মাণের অগ্রগতি, পুলিশ বাহিনীর উগ্রপন্থা দমনের প্রশিক্ষণ, কলকাতা-হাওড়ায় বহিরাগতদের (বিভিন্ন হোটেলে) উপর নজরদারি নিয়েও আলোচনা হয়েছে।
কর্তারা জানান, কলকাতা শহরে প্রায় ৪০০ ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর প্রকল্প নেওয়া হয়েছে। কমিশনারেট হওয়ার পর হাওড়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও সতর্ক হয়েছে সরকার। হাওড়ার অবস্থান উগ্রপন্থীদের ডেরার পক্ষে অনুকূল। তাই সেখানে বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিককে ভাড়াটিয়ার নাম-ধাম থানায় জানানো বাধ্যতামূলক করা হয়েছে। প্রায় অরক্ষিত সুন্দরবন ব-দ্বীপ অঞ্চল, শিলিগুড়ি করিডর, নেপাল-ভুটানের প্রায় খোলা সীমান্ত, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার অগ্রগতি নিয়েও এ দিন আলোচনা হয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে হায়দরাবাদ বিস্ফোরণের দিনই বলেছিলেন, বিস্ফোরণের পূর্বাভাস সরকারের কাছে ছিল। অন্ধ্রপ্রদেশ সরকারকে তা জানানোও হয়েছিল। রাজ্যের কর্তারা এ দিন জানান, গোয়েন্দা তথ্য আদানপ্রদানের প্রধান মাধ্যম স্টেট মাল্টি এজেন্সি সেন্টারে (স্ম্যাক) গত এক বছরে চারশোর বেশি গোয়েন্দা তথ্য এসেছে। এখান থেকে পাঠানো হয়েছে প্রায় ৫০টি ইনপুট। কিন্তু তার ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন দৃষ্টান্ত প্রায় নেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.