উত্তরবঙ্গ |
মাটির রানওয়ে,
চরছে
গরু, স্বপ্নে
উড়ান মন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: একটি বিমানবন্দরে রানওয়ের পাশে গরু চরছে। অন্য বিমানবন্দরের রানওয়েটি মাটির তৈরি। সেটিকে বিমান চলাচলের উপযুক্ত করতে অন্তত দু’বছর লাগবে।
অথচ সোমবার কলকাতায় এক বণিকসভার অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্যের পরিকাঠামো উন্নয়নের যে-ফিরিস্তি দিলেন, তাতে উল্লেখ করলেন ওই দু’টি বিমানবন্দরের নামও। প্রথমটি কোচবিহার, অন্যটি মালদহ। ভারত চেম্বার অফ কমার্সের বার্ষিক সভায় পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা প্রসঙ্গে সড়ক ও বন্দরের সঙ্গে সঙ্গে বিভিন্ন আঞ্চলিক বিমানবন্দর নিয়ে রঙিন স্বপ্নের ফানুস ওড়ালেন মন্ত্রী। |
|
বিনিয়োগে আর্জি মার্কিন দূতকে |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, পর্যটন এবং পরিকাঠামো ক্ষেত্রে মার্কিন বিনিয়োগে জন্য সহযোগিতা করতে কলকাতার মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল ডিন আর থম্পসনকে অনুরোধ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার দুপুরে শিলিগুড়ির উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে ঘন্টা খানেক মন্ত্রীর সঙ্গে কনসাল জেনারেলের বৈঠক হয়। উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতির কথা জানানোর পর মন্ত্রী উত্তরবঙ্গে বিনিয়োগের বিষয়ে সহযোগিতা করার আবেদন করেন। |
|
|
পড়ুয়া বাড়াতে সরকারি ভাতা বাড়ানোর প্রস্তাব |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
অবৈধ নির্মাণে
লেনদেন, উদ্বিগ্ন গৌতম |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: লেনদেনের কারণেই শহরে অবৈধ নির্মাণের রমরমার অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার দুপুরে শিলিগুড়িতে নিজের দফতরে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে একযোগে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, “আমরা স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত পুর প্রশাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। সেটা মাথায় রেখে সব কাজ করতে হবে।” |
|
নমিতেশ ঘোষ, শিলিগুড়ি: প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের ফর্ম বিলিতে অনিয়মের অভিযোগ উঠেছে। শিলিগুড়ি শিক্ষা জেলার শিক্ষক-শিক্ষিকাদের একাংশ ওই অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, নির্দেশ অনুযায়ী, ২০০১ সালের ৩ সেপ্টেম্বরের পর থেকে ২০০৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ হওয়া শিক্ষকদের যাদের এক বছরের প্রাথমিক শিক্ষা শিক্ষণের প্রশিক্ষণ রয়েছে তাঁদের নতুন করে প্রশিক্ষণ নিতে হবে না। |
অনিয়মের অভিযোগ |
|
টুকরো খবর |
|
ছট পুজো |
|
|