১৩টি সোনার বিস্কুট পাচারের অভিযোগে আধা সামরিক বাহিনীর এক প্রাক্তন জওয়ানকে গ্রেফতারের পাশাপাশি পাল যুগের ৪টি মূর্তি উদ্ধার করল শুল্ক দফতর। রবিবার ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে সোনার বিস্কুট সহ কর্ণবাহাদুর থাপাকে ধরে পানিট্যাঙ্কি শুল্ক দফতর (ল্যান্ড)। ধৃতের বাড়ি নেপালের ঝাপা জেলার মেচি অঞ্চলে। তিনি অসম রাইফেলসের প্রাক্তন জওয়ান। তার কাছ থেকে ১৩টি সোনার বিস্কুট এবং ১টি সোনার চকলেট উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি বিস্কুট সুইৎজারল্যান্ডের এবং আরও দুটিতে রাজা পঞ্চম জর্জের ছবি রয়েছে বলে জানা গিয়েছে। ধৃতের সঙ্গে আম্তর্জাতিক সোনা পাচারচক্রের যোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা। সোমবার ভোরে পানিট্যাঙ্কির দুধ গেট থেকে ৩টি কষ্টি পাথরের এবং ১টি বেলেপাথরের মূর্তি উদ্ধার করে শুল্ক দফতরের নকশালবাড়ির কর্মীরা। দফতরের কর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে ওই মূর্তির মূল্য ১ কোটি ২৫ লক্ষ টাকা। পানিট্যাঙ্কি ল্যান্ড কাস্টম্সের সুপারিন্টেডেন্ট দিলীপ সাকুনিয়া বলেন, “ওই ব্যক্তির সঙ্গে আরও কারও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত এর আগেও সোনা পাচার করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশা করছি ধীরে ধীরে সব স্পষ্ট হবে।” ধৃতের থেকে ৬টি এটিএম কার্ড, ৩টি ব্যাঙ্কের পাশবই, ১টি চেকবই ও ২টি মোবাইল পাওয়া গিয়েছে।
|
দফতর হস্তান্তর, পঞ্চায়েত ভোট-সহ নানা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আজ, মঙ্গলবার কলকাতা যাচ্ছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর ছয় সদস্যের প্রতিনিধি দল। আগামী ২২ নভেম্বর মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে পাহাড়ের নেতাদের ওই বৈঠক হবে। কাল, বুধবার স্বরাস্ট্রসচিবের সঙ্গে বৈঠকে বসবেন জিটিএ-র সদস্যরা। মূলত রাজ্য সরকারের হাত থেকে দফতর হস্তান্তর, ত্রিস্তর পঞ্চায়েত ভোট এবং ব্যবস্থা এবং তহবিল নিয়েও বৈঠকগুলি হবে। ডেপুটি চিফ এক্সিকিউটিভ রমেশ আলের নেতৃত্বে ওই দলে রোশন গিরি, বিনয় তামাং, জ্যোতিকুমার রাই, ত্রিলকচন্দ্র রোকা, পেম্বা ছিরিংওলা আছেন। জিটিএ সভার অন্য কার্যনির্বাহী সদস্য রোশন গিরি বলেন, “আমরা পাহাড়ে দ্রুত পঞ্চায়েত ভোটের কথা মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিবকে বলব। পাহাড়ের উন্নয়নের স্বার্থে বিভিন্ন দফতর যাতে জিটিএতে হস্তান্তর করা হয় তাও জানানো হবে।” তবে তহবিল নিয়ে মন্তব্য করতে চাননি রোশন গিরি। পাশাপাশি, এদিন দার্জিলিং রঙ্গমঞ্চে জিটিএ-র ট্যুরিজম কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক হয়েছে। জিটিএ পর্যটন সচিব সোনাম ভুটিয়া জানান, প্রতি মাসে কমিটির বৈঠক হবে। তাতে পাহাড়ের পর্যটনের বিভিন্ন প্রকল্প, সম্ভবনা নিয়ে আলোচনা হবে। এদিনে বৈঠকে মূলত পুরানো পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নতির দিকে জোর দেওয়ার বিষয়টি ঠিক হয়েছে। পাশাপাশি, দার্জিলিং ও কার্শিয়াংকে ঘিরে প্যারাগ্লাইডিং, ওয়াটার পার্কের মত নতুন প্রকল্প তৈরির উপর জোর দেওয়া হয়। বৈঠকে পর্যটনের সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠন, হোটেল মালিকেরাও উপস্থিত ছিলেন।
|
বাইক চুরির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে চোপড়া থেকে অভিযুক্তদের গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম নারায়ণ বৈরাগী, তবিজ মহম্মদ, মঞ্ছুর আলি সহ পাঁচজন। তাদের বাড়ি উত্তর দিানজপুর ও জলপাইগুড়ি জেলা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি চুরির বাইক উদ্ধার করেছে পুলিশ। |