রোগিণীকে ‘ধর্ষণে’
অভিযুক্ত এক কর্মী |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রোগীদের তখন ঘুমোনোর সময়। এক নার্স হঠাৎ দেখলেন, মহিলা ওয়ার্ডের শৌচাগার থেকে প্রায় বিবস্ত্র এক রোগিণীকে নিয়ে বেরোচ্ছেন চতুর্থ শ্রেণির এক পুরুষ কর্মী। তাঁরও পোশাক আলুথালু। অত রাতে ওই কর্মী ওখানে কী করছেন? এ নিয়ে গুঞ্জন, উত্তেজনা। শেষ পর্যন্ত তারই সূত্র ধরে ওই কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন হাসপাতাল-কর্তৃপক্ষ। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতরও। ঘটনাস্থল, লুম্বিনী পার্ক মানসিক হাসপাতাল। |
|
হৃৎপিণ্ডের অস্ত্রোপচারে সহযোগিতা স্বেচ্ছাসেবী সংস্থার |
অনির্বাণ রায়, জলপাইগুড়ি: চাঁদা তুলে ভ্যান চালকের ছেলের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করালেন পড়শিরা। দেড় বছরে ছেলের হৃদযন্ত্রে ফুটো থাকার কথা চিকিৎসকের কাছে জানতে পেরে মাথায় বাজ পড়েছিল উপেন রায়ের। চিকিৎসক তাঁকে জানিয়েছিলেন, অস্ত্রোপচারের জন্য বাইরে নিয়ে যেতে হবে। খরচ হবে ১ লক্ষ টাকার বেশি। দুই ছেলে, স্ত্রী নিয়ে কষ্টেসৃষ্টে দিন কাটে ভ্যানচালক উপেনবাবুর। তিনি হিসেব করে দেখেন, দরমা বেড়ার বাড়ি সুদ্ধ কলোনির কাঠা খানেক জমি এমনকি রুজির উপায় একমাত্র ভ্যান রিকশাটি বিক্রি করেও চিকিৎসার খরচ উঠবে না। |
|
|
পিপিপি মডেলে এ বার
ওষুধ দোকান মেডিক্যালে |
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সরকারি-বেসরকারি উদ্যোগে (পিপিপি) ইতিমধ্যেই এমআরআই পরিষেবা চালু হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই একই পথে এ বার চালু হচ্ছে ওষুধের দোকান। সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের গোড়াতেই এই দোকান চালু হবে। মেডিক্যাল সূত্রে খবর, বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে এ নিয়ে এক বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যালের সুপার যুগল কর। সেখানেই দ্রুত ওই ওষুধের দোকান খোলার উপর জোর দেওয়া হয়। এ নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে কলকাতার এক সংস্থার চুক্তি হয়েছে। |
|
ডেঙ্গি রুখতে রাজ্য কী করছে, রিপোর্ট চাইল কমিশন |
|
টুকরো খবর |
|
|