অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে নারায়ণগড়ের গাঙুটিয়া গ্রামে। অন্তত ৩৭ জন জ্বরে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে ডাক্তারি পরীক্ষার দল পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) প্রলয় আচার্য বলেন, “গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় সব পদক্ষেপই করা হচ্ছে।” গাঙুটিয়ার এক বাসিন্দাকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁর রক্তের এন এস-১ পরীক্ষায় ডেঙ্গির জীবাণু ধরা পড়েছে। বেলদা হাসপাতালে দু’জন ভর্তি রয়েছেন। তাঁদেরও রক্তের এন এস- ১ পরীক্ষায় ডেঙ্গির জীবাণু ধরা পড়েছে। সোমবার গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বেলদার বিএমওএইচ আশিস মন্ডল। তিনি বলেন, “কয়েকজনের জ্বর হয়েছে। উদ্বেগের কিছু নেই। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।” এদিনও নারায়ণগড়ের ওই গ্রামে মেডিক্যাল টিম গিয়েছিল। গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।
|
ডায়েরিয়া ছড়িয়েছে ইঁদপুর ব্লকের সোনারডাঙা গ্রামে। প্রায় ২০ জন এই রোগে আক্রান্ত বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। আক্রান্তদের মধ্যে কয়েকজনকে ইঁদপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসক দল ওই গ্রামে গিয়ে আক্রান্তদের চিকিৎসা করে। ওষুধও দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল থেকেই ওই গ্রামের কয়েকজনের পায়খানা ও বমি হচ্ছিল। সোমবার তাঁদের মধ্যে ৪ জনকে ইঁদপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। ইঁদপুরের মেডিক্যাল অফিসার কল্যাণ পাইন বলেন, “সোনারডাঙা গ্রামে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। চিকিৎসক দল পাঠানো হয়। গ্রামের পুকুরের জল দূষিত হওয়ায় তা থেকেই এই রোগ ছড়িয়েছে বলে আমাদের অনুমান। বাসিন্দাদের আপাতত পুকুরের জল ব্যবহার না করতে বলা হয়েছে। তবে অনেকেই সুস্থ হয়ে উঠছেন বলে তাঁর দাবি।
|
আদ্রার উপকণ্ঠে কাটারঙ্গুনিতে একটি ২৫০ শয্যার বেসরকারি হাসপাতাল চালু হতে চলেছে। সংস্থার কণর্র্ধার সত্যরঞ্জন চৌধুরী জানিয়েছেন, এই চৌধুরী ডায়াগনসিস অ্যান্ড হসপিটালে এক ছাদের নীচে উন্নত মানের চিকিৎসা দেওয়াই তাঁদের উদ্দেশ্য। বিশেষজ্ঞ চিকিৎসকেরা আধুনীক সরঞ্জামের সাহায্যে চিকিৎসা করবেন। শীঘ্রই হাসপাতালটি চালু হতে চলেছে।এখন পুরুলিয়া জেলার বাসিন্দাদের জটিল চিকিৎসার জন্য অন্যত্র যেতে হয়। এখানে স্থানীয় ভাবে বহু কর্মসংস্থানেরও আশ্বাস দেওয়া হয়েছে।
|
বাঁকুড়ার ইঁদপুর ব্লকের সোনারডাঙা গ্রামে ডায়েরিয়ায় প্রায় ২০ জন আক্রান্ত বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। আক্রান্তদের মধ্যে কয়েকজনকে ইঁদপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার চিকিৎসক দল গ্রামে যায়।
|
এক কিশোরীর পেট থেকে বেরোল ১.৮ কেজি চুল। পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের মাঝে আটকে ছিল এটি। |