সোদপুরের সুখচর পঞ্চাননতলায় আবাসনের জন্য মাটি খুঁড়তে গিয়ে শুক্রবার পাওয়া গেল এই মূর্তিটি।
পুরাতাত্ত্বিকেরা মনে করছেন, এটি নবম-দশম শতকে পাল যুগের। প্রায় সাড়ে চার ফুট উঁচু মূর্তিটি রাত
পর্যন্ত চেষ্টা করেও তুলতে পারেনি প্রশাসন। ঘটনাস্থলে পুলিশ-পাহারা বসেছে। ছবিটি তুলেছেন বিতান ভট্টাচার্য। |