সাইকেল ভ্যানে ফেলে যাওয়া ৯০ হাজার টাকা ফেরত দিয়ে নজির গড়লেন লালুপ্রসাদ গিরি নামে ক্যানিং এর গোবিন্দপুর গ্রামের এক ভ্যানচালক। পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ কাকদ্বীপ স্টেশন থেকে জনা সাতেক যাত্রী নিয়ে লালুপ্রসাদ কাকদ্বীপ বাসস্ট্যান্ডে আসেন। পথে সব যাত্রী নেমে যান। বাসস্ট্যান্ডে পৌঁছে তিনি দেখেন ভ্যানে একটি কালো ব্যাগ পড়ে। তাতে প্রচুর টাকা। ব্যাগ নিয়ে তিনি থানায় যান। পরে ব্যাগের মালিকও খোঁজ নিয়ে থানায় যান। কাকদ্বীপ থানায় ওসির সামনেই টাকার ব্যাগটি মালিকের হাতে তুলে দেন লালুপ্রসাদ। দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ সুপার প্রবীনকুমার ত্রিপাঠী বলেন, “সততার জন্য ওই ভ্যানচালককে ২ হাজার টাকা পুরস্কার ও শংসাপত্র দেওয়া হবে।”
|
পড়াশোনার সময়ে মাটির ঘর ভেঙে পড়ায় জখম হল ১০ ছাত্রছাত্রী। শুক্রবার সকালে ডায়মন্ড হারবারের মশাট গ্রাম পঞ্চায়েতের ঘাটু গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহতদের ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিন জনকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।
|
ডাম্পারের ধাক্কায় মৃত্য হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের গাইঘাটা মোড়ে এই ঘটনায় মৃতার নাম সোনিয়া সাহানি (৪৫)। দেহ আটকে দীর্ঘক্ষণ ক্ষতিপূরণের দাবিতে মৃতার পরিজন এবং প্রতিবেশীরা রাস্তা অবরোধ করেন।
|
খড়দহে অসীম ঘোষ খুনে শুক্রবার চার জন গ্রেফতার হল। ধৃতদের নাম বরেন মহন্ত, সমীর দাস ওরফে গৌতম, শিবু দাস ও কল্যাণ ওরফে কালা। পুলিশ জেনেছে, জমির দালালি, বাড়ি তৈরির মাল সরবরাহ নিয়ে বিরোধের জেরে অসীম খুন হন।
|
মিছিল করে যাওয়ার সময় সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি শুক্রবার ঘটে জীবনতলার ঝোড়োর মোড়ে।
|
রাজীব দাসের হত্যাকাণ্ডে তার দিদি রিঙ্কুর সাক্ষ্য শেষ হল। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “খুনিদের ফাঁসি চাই।” বিচারক বলেন, “বিচারে যা হওয়ার, তা-ই হবে।” |