টুকরো খবর
শ্রমিককে খুন হিন্দমোটরে
কারখানার মধ্যে বিছানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধ এক শ্রমিকের দেহ উদ্ধার করল পুলিশ। গেটের তালা ভেঙে ঢুকে দুষ্কৃতীরা শ্বাসরোধ করে তাঁকে খুন করে বলে পুলিশের অনুমান। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হিন্দমোটর কাঁসারিপুকুর এলাকায়। নিহতের নাম পরাগ দত্ত (৬০)। তিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। দুষ্কৃতীরা চুরি করতে এসে ওই শ্রমিককে খুন করল, না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, পুলিশ তা তদন্ত করে দেখছে। কারখানাটিতে পিতলের কলসি এবং অ্যালুমিনিয়ামের বালতি তৈরি হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) অমিতাভ বর্মা বলেন, “কারখানা থেকে তেমন কিছুই খোওয়া যায়নি। ময়না-তদন্তের রিপোর্ট হাতে পেলে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে নির্দিষ্ট ভাবে এগনো যাবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোটখাট কারখানাটিতে জনা দশেক লোক কাজ করেন। পরাগবাবু ছিলেন অ্যালুমিনিয়ামের বালতি তৈরির একমাত্র শ্রমিক। রাতে কারখানাতেই ঘুমোতেন। শুক্রবার সকালে অন্য শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে তাঁকে মৃত অবস্থায় দেখেন। কারখানার মালিক স্থানীয় বাসিন্দা হারাধন কংসবণিকের ছেলে সুপ্রতিম উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। দুষ্কৃতীরা পিতলের কলসি নিয়ে গিয়েছে বলে তাঁর ধারণা। তদন্তকারীদের ধারণা, পরাগবাবুর উপর আক্রমণ করতেই দুষ্কৃতীরা ঢুকেছিল। দুষ্কৃতীদের সঙ্গে পরাগবাবুর ধ্বস্তাধ্বস্তি হয়। পুলিশকে বিভ্রান্ত করতে দুষ্কৃতীরা দু’একটি জিনিস নিয়ে গিয়ে থাকতে পারে।

ছাত্রকে মার, অভিযুক্ত শিক্ষক
কম্পিউটার খারাপ করে দেওয়ার ‘অপরাধে’ নবম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল বাঁশবেড়িয়ার একটি হাই-মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে সামশের আলম নামে ছাত্রটি। তাকে রাতে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। ছেলেটির পরিবারের তরফে বাঁশবেড়িয়া ফাঁড়িতে প্রধান শিক্ষক মহম্মদ নাসিরুদ্দিনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় ‘অনুতপ্ত’ প্রধান শিক্ষক বলেন, “এক ছাত্রের কথা শুনে আমি সামশেরকে কম্পিউটার খারাপ করে দেওয়ার জন্য ধরি। তবে মারা উচিত হয়নি। ভুল হয়ে গিয়েছে।” সামশের বলে, “আমি কম্পিউটারে হাতই দিইনি। এ কথা স্যারকে বলা সত্ত্বেও আমাকে মারেন।” সামশেরের বাবা জাহাঙ্গির আলম বলেন, “অন্যায় করলে শিক্ষক ছাত্রকে মারতেই পারেন। কিন্তু অমানবিক অত্যাচার সহ্য করা যায় না।”

অস্বাভাবিক মৃত্যু
বৃহস্পতিবার রাতে আরামবাগ মহকুমায় দু’জন দিনমজুরের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সালেপুর গ্রামের একটি পটল খেতে রবীন্দ্রনাথ বেরা (৫২) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, মদ খাওয়া নিয়ে পারিবারিক অশান্তির জেরে তিনি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। অন্য দিকে, খানাকুলের পাতুল গ্রামে প্রতাপ সাঁতরা (৪০) পারিবারিক অশান্তির কারণে বিষ খান। পরে আরামবাগ হাসপাতালে মারা যান।

আরামবাগে ফুটবল
মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহকুমা সুপার লিগ ফুটবলে শুক্রবার গোঘাটে চাঁদপুর উদীয়মান কিশোর সঙ্ঘ ১-০ গোলে গোঘাট কালীমাতা ফুটবল ক্লাবকে হারায়। গোল করেন বাসুদেব কিস্কু। গোঘাটের কামারপুকুরে বিবেকানন্দ যুবক সঙ্ঘ আয়োজিত ৩৫ তম আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে বৃহস্পতিবার কামারপুকুর মেলাতলা মাঠে হাজিপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় টাইব্রেকারে মাধ্যমে ৫-৪ গোলে গোঘাট উচ্চ বিদ্যালয়কে হারায়।

জাল নোট, ধৃত ১
বৃহস্পতিবার রাতে শেওড়াফুলিতে জিটি রোডের ধারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে থেকে ১২ হাজার টাকার জাল নোট-সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাসিন্দা ওই যুবকের নাম শেখ সাদ্দাম। আদালতে তোলা হলে ধৃতকে ৭ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

ট্যাক্সিচালকের সততা
ট্যাক্সিতে কয়েক হাজার টাকা, চেক, জরুরি নথি ভরা ব্যাগ পেয়ে পুলিশের হাতে তুলে দিলেন চালক বিনোদ রায়। শুক্রবার, বালিতে। পরে পুলিশ ব্যাগটি তার প্রকৃত মালিকের হাতে তুলে দেয়।

তলিয়ে গেল ছাত্র
স্নান করতে নেমে সরস্বতী নদীতে তলিয়ে গেল শুভজিৎ সাহা নামে দশম শ্রেণির এক ছাত্র। শুক্রবার ঘটনাটি ঘটে বাঁশবেড়িয়ার লালপুলের কাছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.