শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যাওয়া উলুবেড়িয়ার ‘করোনেশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ আজ, শনিবার থেকে খুলে যাচ্ছে। তবে আপাতত শুধু রক্ষণাবেক্ষণের কাজ হবে। উৎপাদন শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। শুক্রবার উলুবেড়িয়ার সহকারী শ্রম কমিশনারের দফতরে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে বৈঠকের পরে এ কথা ঘোষণা করেন কারখানা কর্তৃপক্ষ।
রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “ওই কারখানার সমস্যা মিটেছে। কারখানা চালাতে সরকার সব রকম সহায়তা করতে প্রস্তুত। মালিক পক্ষকে বলা হয়েছে, তাঁরা যেন শ্রম আইন মেনে কারখানা চালান।” কারখানার ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) অভিজিৎ বিশ্বাস বলেন, “প্রশাসন, শ্রম দফতরের ভূমিকায় আমরা খুশি। সমস্যা মেটাতে শ্রমমন্ত্রী উদ্যোগী হন। রক্ষণাবেক্ষণের জন্য শনিবার থেকে কারখানা খোলা হবে।”
বেতন বৃদ্ধি নিয়ে অসন্তোষের জেরে শ্রমিকদের একাংশ গত মঙ্গলবার বিকেল থেকে প্রায় ২৩ ঘণ্টা কারখানার পদাধিকারীদের ঘেরাও করে রাখেন। তার জেরে বুধবার কর্তৃপক্ষ কারখানায় ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর বিজ্ঞপ্তি ঝোলান। বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ, কারখানার সিটু এবং আইএনটিটিইউসি-র প্রতিনিধি এবং ওই দুই শ্রমিক সংগঠনের বাইরে থাকা শ্রমিকদের (যাঁদের বিরুদ্ধে টানা ২৩ ঘণ্টা পদাধিকারীদের ঘেরাওয়ের অভিযোগ রয়েছে) প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন উলুবেড়িয়ার সহকারী শ্রম কমিশনার ঋত্বিক মুখোপাধ্যায়। বৈঠকে সব পক্ষই কারখানা খোলার ব্যাপারে একমত হন বলে তিনি জানান। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার জন্য শুক্রবারের বৈঠক ডাকা হয়।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির বিষয়ে উলুবেড়িয়ার সহকারী শ্রম কমিশনার বলেন, “দীপাবলির পরে স্বীকৃত দু’টি শ্রমিক সংগঠন এবং দুই সংগঠনের বাইরে থাকা শ্রমিকরা কর্তৃপক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেবেন। আলোচনা ব্যর্থ হলে ফের বৈঠক ডাকা হবে।” |