বর্ধমান |
রাজনৈতিক কর্মসূচিতে
‘বাধা’, কালনায়
অভিযোগ সিপিএমের |
নিজস্ব সংবাদদাতা, কালনা: তৃণমূল ও পুলিশ প্রশাসন রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দিচ্ছে- এমনই অভিযোগ তুলে নিরপেক্ষ প্রশাসনের দাবিতে রবিবার কালনা থানায় একটি স্মারকলিপি দিল সিপিএমের কালনা জোনাল কমিটি।
সিপিএম সূত্রে জানা গিয়েছে, ওই স্মারকলিপিতে কবে কোথায় কীভাবে তৃণমূল তাদের দলীয় কর্মী-সমর্থকদের হেনস্থা করেছে তা যেমন জানানো হয়েছে, পাশাপাশি পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: পরীক্ষার ফলে ভুল কমানো, হোম সেন্টারে পরীক্ষা নেওয়া-সহ বিভিন্ন দাবিতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্ধমান রাজ কলেজ স্টাডি সেন্টারে বিক্ষোভ দেখালেন প্রায় কয়েকশো ছাত্রছাত্রী। রবিবার দুপুরের ঘটনা। প্রায় চার ঘণ্টা বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রথমে স্টাডি সেন্টার কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে চাননি। পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তথা তৃণমূল ছাত্র পরিষদ নেতা সন্তু ঘোষের হস্তক্ষেপে স্মারকলিপি নেওয়া হয়। |
পরীক্ষার ফলে
ভুল কমানোর দাবি,
বিক্ষোভ কলেজে |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
বধূর ছবি নিয়ে এমএমএস, দুর্গাপুরে ধৃত ২ |
|
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ‘সুপার ইম্পোজ’ করে এক বধূর ‘আপত্তিকর’ ছবি তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের মোবাইলে এমএমএস করার অভিযোগ উঠল আধা-সামরিক বাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মীর বিরুদ্ধে। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ফুলঝোড় এলাকার ঘটনা। রবিবার তা জানাজানি হতেই বধূর বাপের বাড়ির প্রতিবেশী তপনকুমার দাস নামে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন এলাকাবাসী। |
|
ইস্কো আবাসন পরিদর্শনের কাজ শুরু করল পুলিশ |
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: বার্নপুরের ইস্কো কারখানার জবরদখল হয়ে থাকা বা ফাঁকা পড়ে থাকা আবাসনগুলি পরিদর্শনের কাজ শুরু করল হিরাপুর থানার পুলিশ। রবিবার সকাল থেকেই এই কাজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এগুলি চিহ্নিত করার পরে ইস্কো কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে। পাশাপাশি আবাসনগুলি তারাও নিয়মিত নজরে রাখবে।
গত শুক্রবারই পুলিশের তরফে ইস্কো কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে ইস্কোর আবাসনগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। |
|
|
নির্মাণকাজ শেষ, তবু চালু হয়নি টিকিট কাউন্টার |
|
টুকরো খবর |
|
|
|
|