ব্যান্ডেল কাটোয়া লাইনের নান্দাই হল্ট স্টেশনের উদ্বোধন হল শনিবার। ধাত্রীগ্রাম ও সমুদ্রগড়ের মাঝের এই রেল স্টেশনটির জন্য এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছিলেন। রেলের তরফে জানা গিয়েছে, আপাতত দু’জোড়া লোকাল ট্রেন দাঁড়াবে এই হল্ট স্টেশনে। পরে যাত্রীসংখ্যা বাড়লে ধাপে ধাপে বাড়ানো হবে ট্রেনের সংখ্যাও। তবে স্থানীয় লোকজন সকালের দিকে ট্রেন দেওয়ার দাবি করেছেন। শনিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। অনুষ্ঠানে হাজির ছিলেন রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম অনির্বান দত্ত, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল, নান্দাই পঞ্চায়েত প্রধান ইদের আলি মোল্লা-সহ অনেকেই। স্বপনবাবু বলেন, “স্টেশনটি চালু হওয়ায় আশেপাশের প্রায় ৪০টি গ্রামের মানুষ উপকৃত হবেন।”
|
বর্ধমান কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের কর্মচারী সমিতির ভোটে রবিবার ন’টি আসনেই জয়লাভ করলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। প্রায় ২০ বছর ধরে এটি সিপিএমের দখলে ছিল। ব্যাঙ্কের চেয়ারম্যান জওহরলাল মুখোপাধ্যায়ের অভিযোগ, “ভয় দেখিয়ে ভোটারদের
বাধা দিয়ে জিতেছে তৃণমূল।” অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
|
হোম সেন্টারে পরীক্ষা নেওয়া-সহ বিভিন্ন দাবিতে রবিবার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্ধমান রাজ কলেজ স্টাডি সেন্টারে বিক্ষোভ দেখালেন কয়েকশো ছাত্রছাত্রী। |