বার্নপুরের ইস্কো কারখানার জবরদখল হয়ে থাকা বা ফাঁকা পড়ে থাকা আবাসনগুলি পরিদর্শনের কাজ শুরু করল হিরাপুর থানার পুলিশ। রবিবার সকাল থেকেই এই কাজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এগুলি চিহ্নিত করার পরে ইস্কো কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে। পাশাপাশি আবাসনগুলি তারাও নিয়মিত নজরে রাখবে।
গত শুক্রবারই পুলিশের তরফে ইস্কো কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে ইস্কোর আবাসনগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, “সুস্পষ্ট তথ্য হাতে থাকলে ফাঁকা ও জবরদখল করে রাখা আবাসনগুলি অতি সহজে চিহ্নিত করা ও সেগুলি নিয়মিত নজরে রাখা সম্ভব। আমরা সেই কাজ শুরু করে দিয়েছি।” তাঁর দাবি, “ইস্কোর ফাঁকা আবাসনে সমাজবিরোধী কার্যকলাপের যে অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠেছে, তা খুঁজে বের করার কাজও শুরু করেছে পুলিশ।” |
গত বুধবার ইস্কোর একটি ফাঁকা আবাসনের পিছনে নর্দমা থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী পুষ্পা ঠাকুরের দেহ উদ্ধার হয়। তার গলায় ছিল ধারালো অস্ত্রের কোপ। তার আগের দিন স্কুলে পরীক্ষা দিতে গিয়ে আর বাড়ি ফেরেনি পুষ্পা। এলাকাবাসীর অভিযোগ, খুনের আগে তার উপরে শারীরিক অত্যাচার চালানো হয়। তাঁদের আরও অভিযোগ, ওই ফাঁকা আবাসনে নিয়মিত অসামাজিক কাজকর্ম হয়। শুধু ওই একটি নয়, ইস্কোর এমন বহু জবরদখল করে রাখা আবাসন আছে যেখানে সমাজবিরোধী কাজ-কারবার হয়।
বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখে প্রাথমিকভাবে পুলিশও মনে করছে ফাঁকা ও জবরদখল করে রাখা আবাসনগুলি চিহ্নিত করে নিয়মিত নজরে রাখা প্রয়োজন। আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, ইস্কো আবাসন কলোনিগুলিরও নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি পুলিশকেই দেখতে হয়। অপরাধ যাতে না ঘটে, তার জন্য সব রকম চেষ্টাই করছে পুলিশ। |
এ দিকে, প্রায় ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পুষ্পার রহস্য-মৃত্যুর কিনারা হয়নি। বার্নপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে পোস্টার, ব্যানার লাগিয়ে অপরাধীকে ধরার দাবি জানাচ্ছেন বাসিন্দারা। খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে পাকড়াও করে শাস্তি দেওয়ার দাবিতে রবিবারও মিছিল করে স্কুল পড়ুয়া ও অভিভাবকেরা। মৃত ছাত্রীর মা রূপা ঠাকুরের দাবি, “ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, তা নিশ্চিত করুক পুলিশ।”
পুলিশ জানিয়েছে, তদন্তের কাজ ঠিক মতোই এগোচ্ছে। সমস্ত দিক খোলা রেখে জিজ্ঞাসাবাদের কাজ চলছে।
|
রবিবার ছবিগুলি তুলেছেন শৈলেন সরকার। |