টুকরো খবর
এসএফআইয়ের জেলা সম্মেলন
—নিজস্ব চিত্র।
এসএফআইয়ের দু’দিনের জেলা সম্মেলন শেষ হল রবিবার। শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক কৌস্তুভ চট্টোপাধ্যায়। জেলা থেকে প্রায় সাড়ে তিনশো প্রতিনিধি হাজির ছিলেন। কলেজে ছাত্র সংসদ নির্বাচনে সংগঠন কী ভাবে প্রতিদ্বন্দ্বীতা করবে, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে কী বার্তা নিয়ে গেলে সহজে তাদের মন জয় করা যাবে এবং বিরোধী ছাত্র সংগঠনগুলির সঙ্গে মোকাবিলা করতে কী কৌশল নেওয়া হবে তার বিস্তারিত আলোচনা করেন ছাত্র প্রতিনিধিরা। রবিবার সম্মেলন শেষে সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন দীপঙ্কর দে ও সভাপতি হয়েছেন সুব্রত সিদ্ধান্ত। এছাড়া ৬৩ জনের জেলা কমিটি তৈরি হয়েছে, এর মধ্যে ২১ জন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন।

পেট্রোলে ‘ভেজাল’, ধৃত পাম্পের ম্যানেজার
পেট্রোলে ভেজাল দেওয়া এবং গ্রাহকদের কম পেট্রল দেওয়ার অভিযোগে একটি পেট্রোল পাম্পের ম্যানেজারকে গ্রেফতার করল দুর্গাপুর পুলিশ। আটক করা হয় একটি পেট্রল ভর্তি ট্যাঙ্কারও। রবিবার দুর্গাপুরের মহাত্মা গাঁধী রোডে ঘটনাটি ঘটে। ধৃত ওই ম্যানেজারের নাম বাপি সাহা। ট্যাঙ্কারটির চালক ও খালাসিকেও গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে গ্রাহকেরা ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে তেলে ভেজাল মেশানোর অভিযোগ তুলছিলেন। গ্রাহকদের অভিযোগ, দাম দিয়ে সমমূল্যের পেট্রোল মেলে না সেখানে। একই দাম দিয়ে অন্য পাম্প থেকে পেট্রল নিয়ে যে দূরত্ব যাওয়া যায়, ওই পাম্প থেকে তেল নিলে তার আগেই ফুরিয়ে যায় পেট্রল। পুলিশ সূত্রে খবর, রবিবার আচমকা ওই পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে সেখান থেকে কিছু রাসায়নিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ওই রাসায়নিক পেট্রোলে মিশিয়ে বিক্রি করা হত। বাপিবাবুকে জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক জবাব না মেলায় তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

ডাম্পারের ধাক্কায় মৃত্যু দুর্গাপুরে
ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গীও। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ দুর্গাপুর স্টেশন রোডে এসবিএসটিসি গ্যারাজের সামনে ঘটনাটি ঘটে। মৃতের নাম অজিত সিংহ (২৮)। বাড়ি বেনাচিতির গুরুদ্বার রোডে। এ দিন রাতে সঙ্গী দীপক দুবেকে নিয়ে তিনি স্টেশনে যাচ্ছিলেন। ওই গ্যারাজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি বাইকটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অজিতবাবুর। দীপকবাবুকে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করানো হয়।

পাইপ চুরি, জল বন্ধ
জলের পাইপের বেশ কিছুটা অংশ দুষ্কৃতীরা কেটে নেওয়ায় বুধবার রাত থেকে জল সরবরাহ বন্ধ রয়েছে জামুড়িয়ার ইস্ট কেন্দা গয়লাপাড়া এলাকায়। বুধবার রাতে ওই এলাকা থেকে জল সরবরাহের পাইপ লাইন থেকে বেশ কিছুটা পাইপ কেটে নিয়ে পালায় দুষ্কৃতীরা। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, বাঁশজুরি কোয়ারি থেকে জল তুলে এলাকায় সরবরাহ করা হয়। চুরির জেরে জল সরবরাহ বন্ধ।

ট্রেনের ধাক্কায় মৃত আরপিএফ কর্মী
কর্মরত অবস্থায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের এক আরপিএফ কর্মীর। মৃতের নাম আরএস শর্মা (৫২)। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে তিনি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তের বরাকর নদের উপরে রেল সেতুতে কাজ করছিলেন। তখন শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেস দ্রুত গতিতে যাচ্ছিল। ট্রেনের হাওয়ায় তিনি নিজেকে সামলে রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটে। এর পরেই আসানসোল রেল ডিভিশন থেকে আরপিএফের অফিসারেররা ঘটনাস্থলে যান এবং দেহটি উদ্ধার করেন।

বজ্রাঘাতে চাষির মৃত্যু জামুড়িয়ায়

মাঠে চাষের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক চাষির। অপর এক জন গুরুতর অসুস্থ অবস্থায় আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি। জামুড়িয়ার পাথরচূড় নামোপাড়ার ঘটনা। পুলিশ জানায়, মৃত ওই কৃষকের নাম সুকুমার মণ্ডল (৩৪)। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন মাঠে চাষের কাজ করছিলেন সুকুমারবাবু এবং হিজলগড়ার বাসিন্দা সুভাষ বাউরি। দুপুর ৩টে নাগাদ প্রবল বর্ষণের সময়ে তাঁরা দুজনেই একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বাজ পড়ে মৃত্যু হয় সুকুমারবাবুর।

মরণোত্তর সংবর্ধনা
বিশিষ্ট লেখক ও স্বাধীনতা সংগ্রামী কালীকিঙ্কর সেনগুপ্তকে শনিবার মরণোত্তর সংবর্ধনা জানাল কালীকিঙ্কর সেনগুপ্ত সাহিত্য আড্ডা। সংবর্ধনা দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামী সুকুমার বন্দ্যোপাধ্যায়কেও। আয়োজক সংস্থার তরফে জানানো হয়, ১৯৩১ সালে কালীকিঙ্করবাবুর লেখা ‘মন্দিরের চাবি’ কাব্যগ্রন্থটি বৃটিশ সরকার বাজেয়াপ্ত করে। সুকুমারবাবুও জাতীয় কংগ্রেসের যোগ দিয়ে স্বাধীনতা আন্দোলনের শরিক হয়েছিলেন। এই দু’জনকে নিয়ে তথ্যসমৃদ্ধ একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়েছে এ দিন।

বেআইনি অস্ত্র-সহ গ্রেফতার তিন
—নিজস্ব চিত্র।
বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ তিনজনকে গ্রেফতার করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশ জানায়, রবিবার দুপুর দেড়টা নাগাদ ডালুরবাঁধ ৬ নম্বর কোলিয়ারি এলাকায় স্থানীয় বাসিন্দা হৃদয় চৌধুরী, বিনোদ মালি এবং শত্রুঘ্ন রাজভরকে দু’টি দু’নলা বন্দুক নিয়ে হাঁটতে দেখা যায়। তখনই তাদের গ্রেফতার করে পুলিশ।

বজ্রাঘাতে মৃত্যু
মাঠে চাষের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল সুকুমার মণ্ডল (৩৪) নামে এক চাষির। আরেক জন গুরুতর অবস্থায় আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি। জামুড়িয়ার পাথরচূড় নামোপাড়ার ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.