টুকরো খবর
নৈহাটির কলেজে অধ্যক্ষ ঘেরাও
মনোনয়নপত্র পরীক্ষা নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলে সোমবার নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের (মহিলা বিভাগ) অধ্যক্ষাকে প্রায় তিন ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)।আগামী ৫ মার্চ ওই কলেজে ছাত্র সংসদের ভোট। এ দিন মনোনয়নপত্র পরীক্ষা হচ্ছিল। মনোনয়নপত্রে ভুল রয়েছে, এই কারণ দেখিয়ে টিএমসিপি-র বেশির ভাগ মনোনয়নপত্রই বাতিল করে দেন কলেজ কর্তৃপক্ষ। এর পরেই অধ্যক্ষা নির্ঝরিণী চক্রবর্তীকে ঘেরাও করা হয়। প্রসঙ্গত, নির্ঝরিণীদেবী বীজপুরের প্রাক্তন সিপিএম বিধায়ক। তিনি এসএফআইয়ের হয়ে পক্ষপাতিত্ব করছেন, এই অভিযোগ তোলে টিএমসিপি। দুপুর ১২টা থেকে নির্ঝরিণীদেবীকে ঘেরাও করা হয়। তার মধ্যেই অবশ্য নির্ঝরিণীদেবী টিএমসিপি-র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যান। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে আগামী শুক্রবার পরিচালন সমিতিতে তিনি আলোচনার আশ্বাস দিলে ৩টে নাগাদ ঘেরাও ওঠে।এসএফআইয়ের হয়ে পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছেন নির্ঝরিণীদেবী। তিনি বলেন, “টিএমসিপি-র বেশির ভাগ মনোনয়নপত্রে প্রার্থীর রোল নম্বর ভুল ছিল। সেই কারণে তা বাতিল করা হয়। শুক্রবার এ নিয়ে আলোচনা হবে পরিচালন সমিতিতে।” নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “ওই কলেজে মনোনয়নপত্র পরীক্ষা নিয়ে অধ্যক্ষার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের ছাত্র সংগঠনের কর্মী-সদস্যাদের। তা মিটে গিয়েছে।”

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই জগদ্দলে
দিন-দুপুরে ব্যস্ত রাস্তায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলের কাছারি পাড়ায়। স্থানীয় কাঁকিনাড়া ৩ নম্বর লাইনের বাসিন্দা হরেরাম তিওয়ারি পারিবারিক প্রয়োজনে জগদ্দলের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে এ দিন দুপুর একটা নাগাদ ৩৮ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন। হাত ব্যাগের মধ্যে পুরো টাকাটা ছিল। কাছারি পাড়ার কাছে একটি মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী আসে। হরেরামবাবু জানিয়েছেন, তাদের মুখ হেলমেটে ঢাকা ছিল। আচমকাই মোটরবাইকটি তাঁর পাশে এসে গতি কমায়। মোটরবাইকের পিছনের আসনে বসা আরোহীই আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর হাতে ধরা ব্যাগটি ছিনিয়ে নেয়। তারপর গতি বাড়িয়ে পালিয়ে যায়।ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান দীপনারায়ণ গোস্বামী বলেন, ‘‘ছিনতাইয়ের ঘটনায় তল্লাশি শুরু হয়েছে। জগদ্দলে অসংখ্য গলি থাকায় কোন গলি দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’’

তৃণমূল নেতা খুনে অভিযুক্ত সিপিএম
ক্যানিংয়ের থুমকাটি গ্রামে স্থানীয় তৃণমূল নেতা ধনঞ্জয় মণ্ডল খুনে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার সময়ে তাঁকে কুপিয়ে, গুলি করে পালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ধনঞ্জয়বাবু। সোমবার পুলিশ একটি রিভলভার উদ্ধার করেছে। সোমবার বিকেলে ধনঞ্জয়বাবুর বাড়ি যান মন্ত্রী মুকুল রায়। তাঁর অভিযোগ, “সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা ধনঞ্জয়বাবুকে খুন করেছে।” সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী একে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ বলে দাবি করেছেন।

যোগেশগঞ্জে সোনার দোকানে লুঠপাটে ধৃত ১
হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারে সোনার দোকানে লুঠপাটের ঘটনায় জড়িত এক দুষ্কৃতীকে মাদক-সহ গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে হেমনগর উপকূল থানার পুলিশ দেবেন মণ্ডল নামে ওই দুষ্কৃতীকে হেমনগর ফেরিঘাট থেকে গ্রেফতার করে। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার পুঁইজালি গ্রামে। ধৃতের কাছ থেকে সাড়ে তিন কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি যোগেশগঞ্জ বাজারে অসিত ঘরামি, স্বপন সরকারের সোনার দোকানে হামলা চালায় দুষ্কৃতীরা। দু’টি দোকান ছেতে তারা আট লক্ষেরও বেশি টাকা মূল্যের গয়নাগাটি নিয়ে পালায় বলে অভিযোগ। বিশ্বনাথ দে নামে আরও এক সোনার দোকানের মালিকের দোকানের শাটার ভেঙে দেয় দুষ্কৃতীরা। বাজারে একটি পুলিশ চৌকি রয়েছে। পুলিশ থাকা সত্ত্বেও দুষ্কৃতীদের লুঠপটের ঘটনার প্রতিবাদে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা চৌকি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে যোগ রয়েছে পুঁইজালি ও কুমিরমারি গ্রামের দুষ্কৃতীদের। তারাই যোগেশগঞ্জ বাজারে লুঠপাট চালায়। রবিবার সন্ধ্যায় পুলিশ খবর পায় সোনার দোকানে লুঠপাটের ঘটনায় জড়িত এক দুষ্কৃতী দেবেন মণ্ডল মাদক বিক্রি করতে হেমনগর ফেরিঘাটে আসবে। সেই মতো পুলিশ ওত পেতেছিল। দেবেন ফেরিঘাটে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হয়।

ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ, ধৃত স্বামী
সম্পত্তির লোভে ভাড়াটে খুনি লাগিয়ে সে স্ত্রীকে খুন করেছে বলে জেরায় স্বীকার করেছে নিহত গৃহবধূ ও হোটেল মালিক রওশন মণ্ডলের স্বামী। অন্তত পুলিশের দাবি এটাই। রবিবার রাতে বসিরহাটের মাটিয়া এলাকা থেকে মধু মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। খুনের ঘটনায় জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি খুন হল রওশানা মণ্ডল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসিহাটের যৌনপল্লিতে হোটেল ব্যবসা ছিল রওশানার। দোতলা বাড়ির একতলায় ছিল হোটেল। গত ২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে মেয়ের সামনেই রওশানাকে গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুন করে। পালানোর সময় দুষ্কৃতীদের দেখে ফেলে এক প্রতিবেশী। ওই ব্যক্তিকে জেরা করে এবং রওশানার মেয়ের সঙ্গে কথা বলে পুলিশ নিশ্চিত হয়, ঘটনার পিছনে সম্পত্তি নিয়ে গণ্ডগোল রয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ব্যবসার ভাগাভাগি নিয়ে নিহত রওশানার সঙ্গে তাঁর স্বামী মধুর সম্প্রতি গোলমাল শুরু হয়েছিল। কয়েকদিন আগে বাংলাদেশে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরোলেও সে মাটিয়াতেই লুকিয়ে ছিল। সেখানে বসেই স্ত্রীকে খুন করে সম্পত্তি হাতানোর পরিকল্পনা করে। এর পরেই সে দুষ্কৃতী লাগিয়ে স্ত্রীকে খুন করে।

ডুবে মৃত্যু দুই স্কুলপড়ুয়ার
বাড়ির পাশে পুকুরে স্নার করতে গিয়ে ডুব মৃত্যু হয়েছে দুই স্কুলছাত্রীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বারাণসীপুর আদিবাসীপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত দু’জনের নাম কুশ মুন্ডা (১২) ও াকাশ মুন্ডা। কুশ চতুর্থ শ্রেণিতে ও আকাশ দ্বিতীয় শ্রেণিতে পড়ত। দেহগুলি ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে আরও অনেকের সঙ্গে ওই দু’জন পুকুরে স্নান করতে গিয়েছিল। অন্য বন্ধুরা স্নান সেরে চলে গেলেও তারা স্নান করছিল। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় দু’জনের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পুকুরের কাছে গিয়ে দেখা যায় জলে দু’জনের দেহ ভাসছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ডাকাতি করতে গিয়ে গ্রেফতার ৪
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে বীজপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম বাপ্পা, বরুণ, রবি ও বিকাশ বিশ্বাস। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, দু’টি ভোজালি ও ২ রাউন্ড গুলি আটক করা হয়েছে। ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান দীপনারায়ণ গোস্বামী বলেন, ‘‘হালিশহরের চৈতন্যডোবা এলাকায় ওই চারজন জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওদের হাতেনাতে ধরা হয়েছে। এর মধ্যে রবি ও বরুণ দীর্ঘদিন ধরে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। আমরা খোঁজ করছিলাম।’’সোমবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হলে রবি ও বরুণের পুলিশ হেফাজত ও বাপ্পা এবং বিকাশের জেল হাজতের নির্দেশ দেন বিচারক।

অস্বাভাবিক মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
এক মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পাথরপ্রতিমা জি’প্লটের গোবর্ধনপুর গ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম বন্দনা বাগ (১৬)। সে সীতারামপুর জি’প্লট মিলন বিদ্যানিকেতনে পড়ত। মাধ্যমিকে তার আসন পড়ে ব্রজবল্লভপুর বিএমপি শিক্ষা নিকেতনে। বন্দনার বাড়ি থেকে ওই স্কুলের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। সেই কারণে, পরীক্ষার দিনগুলিতে সে কাছাকাছি একটি বাড়িতে কয়েক জন সহপাঠীর সঙ্গে থাকছিল। রবিবার দুপুর থেকে তার বমি শুরু হয়। পাথরপ্রতিমা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে রাতে সেখানেই তার মৃত্যু হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়না-তদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক
ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বাসন্তীর চাতরাখালি গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আইনুল গাইন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার দুপুরে ওই তরুণী বাড়িতে একা ছিল। এরই সুযোগ নিয়ে গ্রামের বাসিন্দা আইনুল তাকে ধর্ষণ করে। তরুণীর দাদা বলেন, ‘‘দুপুরে বাড়িতে কেউ ছিল না। আমরা মাঠে কাজ করছিলাম। তখন আইনুল বাড়িতে ঢুকে বোনকে ধর্ষণ করে।” পুলিশকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণীর দাদার অভিযোগের ভিত্তিতে আইনুলকে রবিবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

বকখালির সমুদ্রে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার
বকখালিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার বিকেলে পাথরপ্রতিমার জি’প্লট এলাকায় সমুদ্রের ধার থেকে দেহটি মেলে। পুলিশ জানায়, মৃতের নাম ইবাদুল শেখ (২৫)। তাঁর বাড়ি জয়নগরের বহুরু গ্রামে। গত ২১ ফেব্রুয়ারি তিনি বন্ধুদের সঙ্গে বকখালিতে বেড়াতে গিয়েছিলেন। ওই দিন দুপুরে স্নান করতে নেমে তিনি তলিয়ে যায়। রবিবার বিকেলে জি’প্লটের বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সোমবার ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে দেহের ময়না-তদন্ত করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.