টুকরো খবর
সন্ত্রাসের আশঙ্কা বাম নেতাদের
আজ, মঙ্গলবারের সাধারণ ধর্মঘটের দিন কাঁথিতে ‘বন্ধ’ ব্যর্থ করার নামে তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করতে পারে বলে বাম সংগঠনগুলির পক্ষ থেকে অভিযোগ করা হল। রবিবার সন্ধ্যায় কাঁথি শহরে সিটুর আঞ্চলিক কার্যালয়ে ডাকা সাংবাদিক সম্মেলনে অশান্তির আশঙ্কা প্রকাশ করে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ভীতি-প্রদর্শন করা হচ্ছে। প্রশাসনের একাংশকেও বন্ধ ব্যর্থ করার কাজে লাগানো হচ্ছে। সাংবাদিক সম্মেলনে বামপন্থী নেতাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ-সহ ১১ দফা দাবিতেই ১১টি সংগঠন মিলে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। রাজ্য সরকার সরাসরি বন্ধের বিরোধিতা করছে এবং শাসকদল বন্ধ ব্যর্থ করার নামে রাস্তায় নেমেছে। তৃণমূলের লোকজন নানা জায়গায় হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন বাম নেতা সোয়েব মহম্মদ, কানাই মুখোপাধ্যায়, উত্তম প্রধান, হোসেন আলি, হরপ্রসাদ ত্রিপাঠি, নীলকন্ঠ দোলুই, পঙ্কজ মৈশাল প্রমুখ।

উপকূল-বিধি নিয়ে প্রশিক্ষণ
সুসংহত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা বিষয়ে রাজ্য সরকারি আধিকারিকদের সম্যক ভাবে অবহিত করার লক্ষ্যে দিঘার মেরিন-অ্যাকোয়ারিয়ামে সাত দিনের প্রশিক্ষণ শিবির চলছে। শিবির শুরু হয়েছে ২৪ ফেব্রুয়ারি। বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায়, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং রাজ্য-প্রকল্প ব্যবস্থাপক বিভাগের উদ্যোগে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশক কে বেঙ্কটরমন। শিবিরে উপকূলীয় অঞ্চলে দূষণ-নিয়ন্ত্রণ, উপকূলীয় উদ্ভিদ ও সামুদ্রিক জলজ প্রাণি সংরক্ষণ, তট-সুরক্ষা ও নিয়ন্ত্রণ বিষয়ে বক্তব্য রাখেন জুলজিক্যাল সার্ভে-র বেঙ্কটরমণ, অনিমেশ বল, অমলেশ চৌধুরী, অচিন্ত্য চট্টোপাধ্যায়, সত্যানারায়াণন, জে কে দে প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন দিঘা মেরিন অ্যাকোয়ারিয়াম ও রিসার্চ সেন্টারের আধিকারিক প্রসন্ন ইয়েন্নওয়ার। শিবিরে মৎস্য, বন, জনস্বাস্থ্য কারিগরি ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মোট ২৮ জন আধিকারিক প্রশিক্ষণ নিচ্ছেন। শিবির চলবে ১ মার্চ পর্যন্ত।

পাঠাগার নির্বাচন
পাঠাগারের পরিচালন সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। রবিবার এগরা ২ ব্লকের অস্তিচক মৈত্রী সাধারণ সঙ্ঘ ও পাঠাগারের পরিচালন সমিতির সদস্য নির্বাচনে আটটি আসনের মধ্যে তিনটিতে কংগ্রেস ও পাঁচটিতে জেতে তৃণমূল। পাঠাগারটির পরিচালন সমিতি সিপিএমের দখলে ছিল। গতবারের জয়ী দুই সিপিএম প্রভাবিত সদস্য এ বার তৃণমূলের হয়ে লড়ে। প্রতিবাদে পৃথক প্রার্থী দেয় কংগ্রেস। এরপরই তৃণমূলের লোকেরা মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য কংগ্রেস প্রার্থীদের হুমকি দেয় বলে অভিযোগ। বাড়িতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। থানায় অভিযোগও দায়ের করেন কংগ্রেস প্রার্থীরা।

লালগড়ের সেই মনোজও তৃণমূলে
লালগড়ে তৃণমূলের মিছিলের পুরোভাগে হাঁটলেন জনগণের কমিটির প্রাক্তন সম্পাদক মনোজ মাহাতো। রাজ্যে পালাবদলের পরে জঙ্গলমহলে মনোজই কমিটির প্রথম সদস্য, যাঁকে ধরেছিল পুলিশ। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন কমিটির নেতারা। তবে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটের বিরোধিতায় সোমবার বিকেলে ওই মিছিলে মনোজ ছাড়াও ছিলেন কমিটির আর এক নেতা শ্যামল মাহাতো। রবিবারই কাঁটাপাহাড়িতে দলীয় কর্মী-সম্মেলনে মন্ত্রী সুকুমার হাঁসদা-র উপস্থিতিতে মনোজ, শ্যামল তাঁদের দলে যোগ দিয়েছেন বলে জানান ব্লক তৃণমূল সভাপতি বনবিহারী রায়। মনোজের বক্তব্য, “মমতার নেতৃত্বেই বাংলার উন্নয়ন সম্ভব। তাই তৃণমূলে যোগ দিয়েছি।”

মোবাইলে ‘জঙ্গি-বার্তা’
জঙ্গি সংগঠন ‘ইন্ডিয়ান মুজাহিদিন’-এর নাম করে ‘মেসেজ’ এসেছিল মোবাইলে। কোলাঘাটের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীর কাছে অচেনা নম্বর থেকে আসা ওই ‘মেসেজ’ ঘিরে চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর ও কলকাতায়। কারণ, ‘মেসেজ’-এ হাওড়া, শিয়ালদহ রেলস্টেশন ও কলকাতায় মেট্রো রেলের বিভিন্ন স্টেশনে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। ছাত্রীটি কলেজ ও হস্টেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কোলাঘাট থানাতেও অভিযোগ দায়ের করেন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ বিষয়টি কলকাতা পুলিশকে জানায়। তার পরেই রাজ্য ও কলকাতা পুলিশ তদন্ত করছে। পূর্ব মেদিনীপুরের এসপি অশোক প্রসাদের বক্তব্য, “তদন্ত চলছে।”

গাড়ির ধাক্কায় মৃত্যু
দিঘা ফেরৎ এক পর্যটকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে মারিশদা থানার কালীনগরের কাছে। মৃত ব্যক্তির নাম সুকুমার ভূঁইয়া (৩৮), বাড়ি খেজুরির বজবজিয়া এলাকায়। রবিবার সন্ধ্যায় সুকুমারবাবু সাইকেলে কানীনগরে নিজের মৎস্যখামারে যাচ্ছিলেন। একটি সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা পর্যটকদের গাড়িটি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.