|
|
|
|
এক সপ্তাহ পরেও খোঁজ মিলল না দুই স্কুল ছাত্রীর |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ খড়্গপুর গ্রামীণ এলাকার বেনাপুরের দুই স্কুল ছাত্রী। ইতিমধ্যে তাদের পরিবারের লোকজন বিষয়টি থানায় লিখিত ভাবে জানিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এখনও খোঁজ না মেলায় দুই পরিবারই উদ্বেগ রয়েছে। খড়্গপুর লোকাল থানা ওসি বিশ্বজিৎ সাহা বলেন, “দুই ছাত্রীর খোঁজ চলছে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ ও পারিবারিক সূত্রে খবর, গত ১৯ ফেব্রুয়ারি সকালে টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল বেনাপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সোনালি দাস। তারপর আর বাড়ি ফেরেনি। আত্মীয়-বাড়িতে খোঁজখবর নেওয়ার পর ওই দিনই পুলিশের কাছে বিষয়টি লিখিত ভাবে জানান সোনালির বাবা অনুপ দাস। তাঁর কথায়, “মেয়ে বাড়ি থেকে একা তেমন বেরোতোই না। দোকানে গেলেও পরিবারের কাউকে নিয়ে যেত। ওই দিন টিউশন পড়তে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল। দুপুর গড়ালেও ফিরছে না দেখে খোঁজাখুঁজি শুরু করি। পুলিশের কাছেও বিষয়টি লিখিত ভাবে জানাই।” তাঁর কথায়, “পুলিশ আশ্বস্ত করছে। কিন্তু এক সপ্তাহ হয়ে গেল। এখনও মেয়ের খোঁজ না মেলায় পরিবারের সবাই উদ্বেগে রয়েছি।” সোনালির সহপাঠী অণিমা রাউৎও ওই দিন থেকেই নিখোঁজ হওয়ায় রহস্য বেড়েছে। অণিমার বাড়িও বেনাপুরে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দু’জনে এক সঙ্গে কোথাও গিয়েছে। শুরুতে তাদের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে খোঁজ শুরু হয়েছিল। কিন্তু এখন সেটাও কাজে আসছে না। পুলিশ জানিয়েছে, দুই ছাত্রীর খোঁজ পেতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক জায়গায় তল্লাশিও চালানো হয়েছে। |
|
|
|
|
|