|
|
|
|
টুকরো খবর |
শারীরবিদ্যা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
বিদ্যাসাগরে শারীরবিদ্যা সম্মেলন। নিজস্ব চিত্র |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শারীরবিদ্যা বিভাগ আয়োজিত ‘ফ্রন্টিয়ার্স ইন বায়োলজিক্যাল রিসার্চেস’ বিষয়ে দু’দিন-ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হল সোমবার। রবিবার সম্মেলনের উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোক বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুণের ‘ন্যাশনাল সেন্টার ফর সেল-সায়েন্সে’র ভাটনগর পুরস্কার-জয়ী বিজ্ঞানী ভাস্কর সাহা, কলকাতার ন্যাশনাল ইন্সটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেসে-র অধিকর্তা শেখর চক্রবর্তী, সহ-অধিকর্তা মনোজ চক্রবর্তী, দিল্লির ডিফেন্স ইন্সটিউট অব ফিজিওলজি অ্যান্ড এল্যায়েড সায়েন্সে-র অতিরিক্ত অধিকর্তা ধূর্জটি মজুমদার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রণজিৎ ধর প্রমুখ। সোমবার টোকিও-র ন্যাশানাল ইন্সটিউট অব হেলথ সায়েন্সে-র বিজ্ঞানী টাকায়োশি সুজুকি ও সিঙ্গাপুরের শারীরবিজ্ঞানী ময়তুল্লাহ খান সম্মেলনে বক্তব্য রাখেন। এ দিন উপস্থিত ছিলেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। বিভাগের পক্ষে সোমনাথ রায় ও সুজয়া মাইতি জানান, শতাধিক ছাত্র-গবেষক ও শিক্ষক এই সম্মেলনে যোগ দেন। |
কবি সংবর্ধনা |
সম্প্রতি বিদ্যাসাগর গ্রন্থাগারে খড়্গপুরের কবি মানসকুমার চিনিকে সংবর্ধনা জানাল মেচেদা সাহিত্য অ্যাকাডেমি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লেখক অনিল সামন্ত। উপস্থিত ছিলেন সুস্নাত জানা, বৈরাগ্য চক্রবর্তী, ভক্তিভূষণ ভক্তা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রশান্ত শেখর ভৌমিক। |
|
|
|
|
|