খুষ্টিগিরি দরগা শরিফকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি তুললেন এলাকার বাসিন্দারা। এ নিয়ে তাঁরা লিখিত আবেদন পরিসংখ্যান ও রূপায়ণমন্ত্রী চন্দ্রনাথ সিংহের মাধ্যমে রাজ্য সরকারের কাছেও পাঠিয়েছেন।
পাড়ুই থানার বাতিকার পঞ্চায়েতের খুষ্টিগিরি গ্রামে ওই দরগাহ্কে ঘিরে প্রতি বছরই ধর্মীয় মেলার আয়োজন করা হয়। ২৩ ফেব্রুয়ারি থেকে সেই মেলা শুরুও হয়েছে। আজ মঙ্গলবার শেষ হবে। ওই মেলাকে ঘিরে শুধুমাত্র জেলা থেকেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমান খুষ্টিগিরি দরগায়। ধর্মীয় আচার অনুষ্ঠানের ঊর্ধ্বে উঠে অন্যান্য ধর্মসম্প্রদায়ের মানুষজনও এখানে আসেন। ওই দরগার প্রধান কর্মকর্তা মহম্মদ বজলে রহমান জানান, মেলা উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাইরের বহু শিল্পীও আসেন। জেলার এরকম একটি গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু পর্যটনভিত্তিক কোনও পরিকাঠামো গড়ে ওঠেনি। প্রশাসন থেকে কখনও কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি। |
স্থানীয় বাসিন্দারা তাই চাইছেন খুষ্টিগিরী দরগা শরিফকে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে। এই সূত্রেই তাঁরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের দ্বারস্থ হয়েছেন। চন্দ্রনাথবাবুর আশ্বাস, “ওই এলাকার বাসিন্দারা আমার কাছে আবেদন জানিয়েছেন। দরগাকে ঘিরে পর্যটনের কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ববিভাগের সঙ্গে কথা বলব।” |