টুকরো খবর
সেতুর দাবিতে অনশনে নামার হুমকি
মাড়গ্রাম থানার ভাঙলা কাঁদরে সেতু নির্মাণের দাবি বহুদিনের। সেতুর দাবিতে ওই এলাকার একটা বড় অংশের মানুষ ইতিপূর্বেই প্রশাসনিক কার্যকলাপে অসহযোগিতা করার মত পদক্ষেপও নিয়েছেন। পোলিও অভিযান থেকে শুরু করে রেশন সব কিছুই একসময় বয়কট করা হয়েছিল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এতদিনেও প্রশাসনকে তাঁদের দাবি নিয়ে কোনও সুনির্দিষ্ট গঠনমূলক ভূমিকায় এগিয়ে আসতে দেখা যায়নি। এরই প্রতিবাদে তথা সেতুর দাবিতে তাঁরা আবার আন্দোলনে নামতে চলেছেন। রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির দুনিগ্রাম অঞ্চলের ৭টি গ্রামের বাসিন্দা-সহ নলহাটি ২ পঞ্চায়েত সমিতির শীতলগ্রাম অঞ্চলের পনেরোটি গ্রামের বাসিন্দাদের একাংশ এ বার আগামী ১৯ মার্চ থেকে আমরণ অনশনে বসার হুমকি দিলেন। সোমবার দুনিগ্রাম অঞ্চলের বাবলাডাঙা, জয়চন্দ্রপুর, টিঠিডাঙা, গোপালপুর গ্রামের বাসিন্দাদের একাংশ তাঁদের সিদ্ধান্তের কথা রামপুরহাট মহকুমাশাসক, সংশ্লিষ্ট রামপুরহাট ২ বিডিও অফিসে লিখিত ভাবে জানিয়েছেন। তাঁদের অভিযোগ, এলাকার ২৪-২৫টি গ্রামের মানুষ ভাঙলা কাঁদরে সেতুর অভাবে যোগাযোগহীন অবস্থায় বাস করছেন। অথচ রামপুরহাট শহর, রেল স্টেশন, রামপুরহাট কলেজ, মহকুমা হাসপাতাল, স্কুল ইত্যাদি গুরুত্বপূর্ণ জায়গাগুলি যাওয়ার জন্য এলাকার বাসিন্দারা ওই রাস্তার উপরে নির্ভরশীল। কিন্তু ওই কাঁদরে স্থায়ী সেতুর অভাবে সেই রাস্তায় চলাচল করা তাঁদের পক্ষে অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে। এখন সেতুর অভাবে অস্থায়ী বাঁশের সাঁকোর উপরে বিপদজনক ভাবে যাতায়াত করতে তাঁরা বাধ্য হচ্ছেন।

অবৈধ পোস্ত চাষে ধৃত ১
রামপুরহাট থানার তারাচুঁয়া এলাকায় অবৈধ ভাবে পোস্ত চাষ করার অভিযোগে পুলিশ হরিচরণ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত হরিচরণ রায়ের বাড়ি রামপুরহাট থানার শালবাদরা গ্রামের মাহাপাড়ায়। পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদের বাসিন্দা আব্বাস শেখ নামে এক ভাঙা টিন-লোহার কারবারীর সঙ্গে মিলে ওই ধৃত ব্যক্তি প্রায় ১৮ কাঠা জমিতে অবৈধ পোস্ত চাষ করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশ ও মহকুমা প্রশাসন রবিবার ওই এলাকায় হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ চাষ হওয়া ওই পোস্ত নষ্ট করে ফেলেছে। রামপুরহাট ২ বিডিও বলেন, “এলাকাবাসীর দাবি যুক্তিসম্মত। তাঁদের দাবির ভিত্তিতে আমরা আগেই সেতুর কাজটিকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মধ্যে করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। কিন্তু এখনও অবধি সে বিষয়ে কোনও নির্দেশ পাইনি। বাসিন্দাদের অনশনে বসার কথাটি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।” অন্যদিকে রামপুরহাট মহকুমাশাসক (ভারপ্রাপ্ত) মহম্মদ ইব্রাহিম বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে জানব। অবশ্যই বাসিন্দাদের দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।”

তিনটি অপমৃত্যু
পৃথক তিনটি ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তিতে নলহাটি থানার শ্যাওড়া গ্রামে যুবতী কমলা লেট (২৪) গত ২৩ ফেব্রুয়ারি কীটনাশক খেয়ে রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়। এ দিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাড়গ্রাম থানার অশ্বিনা গ্রামের বাসিন্দা সুখেন দাস (৪০) পারিবারিক অশান্তির জেরে রবিবার নিজির বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরিবারের লোকেরা তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। রবিবার রাতেই সেখানে সুখেনবাবুর মৃত্যু হয়। অন্য দিকে মাড়গ্রাম থানার কুঁজোপাড়া গ্রামের বধূ বুল্টি মণ্ডল (২২) গত ২৫ ফেব্রুয়ারি রাতে কীটনাশক খেয়ে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রবিবার ওই বধূর মৃত্যু হয়েছে।

ট্রাক্টরের ধাক্কায় মৃত
বালি ভর্তি ট্রাক্টরের ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সফিকুল শেখ (১৯)। বাড়ি নলহাটি থানার কয়থা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কয়থা গ্রামের পাহাড়পুর এলাকার বাসিন্দা সফিকুল শেখ নলহাটি থানার বিলকান্দি গ্রামে কাজে যাচ্ছিল। পথে বালিঘাটে একটি বালিভর্তি ট্রাক্টর উল্টে যাওয়ায় সময় ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সফিকুলের। পুলিশ ট্রাক্টরটিকে আটক করেছে।

ময়ূরেশ্বরে ছিনতাই
রাস্তায় গাছ ফেলে ট্রাক ও গাড়ি আটকে ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বরের হরিপুর গ্রাম লাগোয়া সাঁকোর কাছে, কান্দি-মল্লারপুর সড়কে। ওই দিন মল্লারপুর থেকে ব্যবসার কাজ সেরে গাড়িতে বাড়ি ফিরছিলেন কলিতাড়ার বাসিন্দা ভোলানাথ পাল, দক্ষিণগ্রামের আশিস দেরা। তাঁরা জানান, ৭-৮ জন দুষ্কৃতী পিস্তল দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয়। রাতেই পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজ চলছে।

বসন্ত উৎসব নিয়ে বৈঠক
বসন্ত উৎসব নিয়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সোমবার বৈঠকে বসল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতীর উপাচার্য, কর্মসচিব, ভবন অধ্যক্ষ এবং অন্যান্য আধিকারিকদের পাশাপাশি বৈঠকে ছিলেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা এবং বোলপুর পুরকর্তৃপক্ষ। ভারি জনসমাগমকে মাথায় রেখে নিরাপত্তা, পানীয় জল-সহ একাধিক বিষয়ে তাঁরা আলোচনা করেন। বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বলেন, “বসন্ত উৎসবে নিরাপত্তা এবং প্রয়োজনীয় পরিকাঠামোকে মাথায় রেখে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতী চত্বরে যান চলাচলও নিয়ন্ত্রিত করা হচ্ছে।” রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়াও পানীয় জলের ব্যবস্থা করছে বোলপুর পুরসভা। এ বারের বসন্ত উৎসবে যাতে কোনওরকম অবাঞ্ছিত কিছু না ঘটে তা নজরে রাখছে পুলিশ ও প্রশাসন। বৈঠক শেষে বিশ্বভারতী এবং পুলিশ-প্রশাসনের কর্তারা আশ্রমমাঠ ঘুরে দেখেন।

পাকা রাস্তার দাবি
বছর কয়েক আগে মোরাম পড়েছে। কিন্তু বর্ষায় রাস্তার বেশ কিছুটা অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বাসিন্দারা লাভপুরের কুনিয়াড়া বাসস্ট্যান্ড থেকে কুরুন্নাহার পর্যন্ত কিলোমিটার সাতেক রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছেন। প্রশাসন রাস্তা পাকা করার ব্যাপারে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। এর ফলে কুনিয়াড়া, মানপুর, কাপসুন্দি গ্রামের মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ রাস্তাটি পাকা হলে মুর্শিদাবাদ জেলার সঙ্গেও স্বল্প দূরত্বে যোগ সূত্র গড়ে উঠবে বলে গ্রামবাসীদের দাবি। লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নদেরচাঁদ বাগদি বলেন, “প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা পাকা করার ব্যাপারে জেলায় প্রস্তাব পাঠানো হবে।”

কলেজে মন্ত্রী
কলেজ পরিচালনা সমিতির বৈঠকে এসে পরিকাঠামোর উন্নয়নে আশ্বাস দিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো। মানভূম কলেজে সোমবার এই বৈঠক হয়। শান্তিরামবাবু বলেন, “কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মীর ঘাটতি রয়েছে। ঘাটতি মেটাতে ও কলেজ উন্নয়নে ব্যবস্থা নেব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.