এক সমবায় সমিতিতে ত্রিমুখী লড়াইয়ে ৬টি আসনেই জয় পেল কংগ্রেস। কাটোয়া থানার রাজুর গ্রামে শ্রীপল্লি সেবক সমবায় সমিতির পরিচালক মণ্ডলী গঠনের জন্য ভোট হয় রবিবার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেস-তৃণমূল-সিপিএম সমর্থিত প্রার্থীরা। ৭১৪ জন ভোটারের মধ্যে ৬৬৫ জন ভোট দিয়েছেন। রবিবার রাতে গণনার পরে দেখা যায়, প্রচুর ভোটে জয়লাভ করেছেন কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। রাজুর গ্রাম কেতুগ্রাম বিধানসভার অন্তর্গত এবং কোশিগ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। কোশিগ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে। স্থানীয় কংগ্রেস নেতা বিকাশ মুখোপাধ্যায় বলেন, “বাম জমানায় আমরা ওই সমবায়ে ক্ষমতায় আসতে পারিনি। এ বার সমবায়ের সদস্যেরা আমাদের উপরে ভরসা রেখেছেন।”
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক খেতমজুরের। পুলিশ জানায়, মৃতের নাম ভগীরথ ক্ষেত্রপাল (৩৩)। বাড়ি মেমারির বরমপুর গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাড়িতেই কীটনাশক পান করেন তিনি। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে, পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। ভগীরথবাবুর পরিবার সূত্রে জানানো হয়েছে, তাঁর নিজের জমি ছিল না। এ বার অন্য এক ব্যক্তির পড়ে থাকা জমিতে সব্জি চাষ করেছিলেন তিনি। তাঁর ভাই অঙ্কুরকুমার ক্ষেত্রপালের অভিযোগ, “চাষ করতে গিয়ে দাদার বেশ কিছু টাকা দেনা হয়ে গিয়েছিল। পাওনাদারেরা তাগাদা দিচ্ছিল। তাতেই মানসিক বিপর্যস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।” মেমারি থানা সূত্রে অবশ্য জানানো হয়েছে, পারিবারিক অশান্তির জেরেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।
|
তছরুপে অভিযুক্ত ব্যাঙ্ক-কর্তা ভাস্কর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যাঙ্ক-কর্তার বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি আর্থিক দুর্নীতির মামলা চলছে। কিন্তু তিনি বেশ কিছু দিন ধরে অনুপস্থিত থাকছেন। এর আগে গত ২১ ও ২৩ ফেব্রুয়ারি আদালতে তাঁকে তলব করেন বিচারক। কিন্তু একটি সমবায় ব্যাঙ্কের ওই প্রাক্তন কর্ণধার। সরকারপক্ষের আইনজীবী পীযূষ বন্দ্যোপাধ্যায় জানান, সোমবার বর্ধমানের বিশেষ আদালতের বিচারক সিদ্ধাথর্র্ কাঞ্জিলাল বর্ধমান থানার পুলিশকে আগামী ২০ মার্চের মধ্যে ভাস্করবাবুকে গ্রেফতার করে হাজির করার নির্দেশ দিয়েছেন। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “আমরা ওই ব্যক্তির খোঁজ করছি।”
|
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকা এক তরুণীর মৃত্যু হয়েছে হাসপাতালে। মাসখানেক আগে ওই তরুণীকে কালনা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পুলিশ জানায়, মৃতার নাম দেবী বালা (২৩)। বাড়ি কালনা শহরের কাছে শ্যামপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে ওই তরুণী জানিয়েছেন, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। মুম্বইয়ে একটি গয়নার দোকানে ওই যুবক কাজ করতেন। যুবকটি সম্পর্কের কথা অস্বীকার করায় মাসখানেক আগে তিনি গায়ে আগুন লাগান বলে জবানিতে জানিয়েছেন ওই তরুণী। মৃতার মা মণিকা বালাও সোমবার পুলিশের কাছে মৌখিক অভিযোগে জানান, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই আত্মঘাতী হয়েছেন তাঁর মেয়ে। কালনা থানার তরফে জানানো হয়, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
|
বিদ্যুতের হাইটেনশন তার বোঝাই একটি ট্রাক আটক করেছে বুদবুদ থানার পুলিশ। ট্রাকের কেবিন থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক নগদ টাকা। পুলিশ জানায়, এই টাকা কোথা থেকে এল তা জানাতে পারেননি চালক রাজনারায়ণ যাদব ও খালাসি কাজাউদ্দিন খান। তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের বাড়ি বাঁকুড়ায়। প্রায় দু’মেট্রিক টন তার পাচার করা হচ্ছিল বলেই পুলিশের সন্দেহ। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “বাঁকুড়ার পুনিশোল থেকে ওই তার পাচার করা হচ্ছিল বলে আমরা জেনেছি। তদন্ত চলছে।” |