টুকরো খবর |
প্রোমোটার খুনে ধৃতদের হেফাজতে চাইল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রোমোটার রামলক্ষ্মণ যাদব খুনের ঘটনায় ধৃতদের নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন করল পুলিশ। আসানসোলের ওই প্রোমোটার খুনের ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার বারাবনি থেকে চার জনকে ধরে পুলিশ। শুক্রবার তাদের টি আই প্যারেড হয়। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনে কারণ হিসেবে চারটি বিষয় উল্লেখ করেছে পুলিশ। সেগুলি হল, যে আগ্নেয়াস্ত্র দিয়ে প্রোমোটারকে খুন করা হয়েছে তা উদ্ধার করা, ঘটনার সময়ে প্রোমোটারের কাছে থাকা তাঁর মোবাইল ফোন উদ্ধার, এই গোটা অপারেশনের মধ্যস্থতাকারীকে খুঁজে বের করা এবং যে ব্যক্তি এই ভাড়াটে খুনিদের কাজে লাগিয়েছিল তাঁকে খুঁজে বের করা। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তের পরে জানা গিয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে অন্য কোনও প্রোমোটার ভাড়াটে খুনিদের কাজে লাগিয়েছে। ধৃতদের থেকে পুলিশ জেনেছে, খুনিরা প্রথমে দু’বার আসানসোলে এসে মহড়া দিয়ে গিয়েছিল।
|
প্রতারণার অভিযোগ,ধৃত শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
৩ কোটি ১৯ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক বেসরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। একটি মোবাইল সংস্থা পাণ্ডবেশ্বর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে পুলিশ রবিবার রাতে ওই শিক্ষককে গ্রেফতার করে দুর্গাপুর নিম্ন আদালতে পাঠায়। চার দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তাকে। পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, ওই সংস্থা অভিযোগ করেছে, তাদের ‘সিম’ নিয়ে অভিযুক্ত রাজেশ খেমকা বাণিজ্যিক কাজে ব্যবহার করেছেন। যা ‘ডোমেস্টিক’ উদ্দেশে ব্যবহার করার কথা ছিল। বিষয়টির তদন্তের ভার গোয়েন্দা বিভাগকে দেওয়া হয়েছে।
|
দুর্গাপুরে মোটরবাইক মিছিল তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
নিজস্ব চিত্র। |
বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধের বিরোধিতা করে সোমবার দুর্গাপুরে পাঁচশো মোটরবাইক নিয়ে মিছিল করল তৃণমূল। গোপাল মাঠ থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে মিছিলটি শেষ হয় দুর্গাপুর পুরসভার সামনে। র্যালিতে সাধারণ মানুষের কাছে বন্ধের বিরোধিতা করার আর্জি জানানো হয়। পাশাপাশি দুর্গাপুর পুরসভার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগও তোলা হয় বলে জানিয়েছেন ২ নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি দেবব্রত চট্টোপাধ্যায়।
|
বালিকাকে ধর্ষণের চেষ্টা করায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
বছর পাঁচেকের একটি মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পানাগড় রেল কলোনি এলাকার এক যুবককে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিনোদ চৌধুরী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ পাশের বাড়ির ওই বালিকাকে কোনও প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় বিনোদ। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। পাড়ার বাসিন্দারা কোনও ভাবে বিষয়টি টের পেয়ে বিনোদের উপরে চড়াও হয়। পুলিশকে খবর দেওয়া হয়। এর পরেই পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। বাসিন্দাদের অভিযোগ, বিনোদের বিরুদ্ধে আগেও চুরি, ছিনতাই-সহ অপরাধমূলক কাজকর্মের অভিযোগ উঠেছে। ওই বালিকার বাবা বলেন, “আমার মেয়ে মিশুকে। বিনোদকে চেনে। তাই বিনোদ ডাকতে ও চলে গিয়েছিল।” পুলিশের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
|
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক আরোহীর। সোমবার বিকেলে কাঁকসা থানার পানাগড় বাজারে জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুব্রত পাল (৫২)। বাড়ি পানাগড় গ্রামে। তিনি জামদহ হাইস্কুলের শিক্ষাকর্মী পদে চাকরি করতেন। এ দিন বিকেলে মাধ্যমিক পরীক্ষার পরে ছেলেকে পানাগড় হিন্দি হাইস্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছিলেন। পানাগড় বাজারে একটি লরি তাঁকে ধাক্কা মারে। কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্ম্যাধ্যক্ষ রচিন মজুমদার জানান, সুব্রতবাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় তাঁর। সুব্রতবাবু সিপিএমের লোকাল কমিটির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর খবরে মঙ্গলবারের বন্ধের সমর্থনে পানাগড়ে সিপিএমের মিছিলের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়।
|
কলেজে তালা
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে কলেজ কর্তৃপক্ষ সেই প্রতিশ্রুতি রাখছেন না। এই অভিযোগে সোমবার রাজবাঁধের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের গেটে তালা ঝুলিয়ে পঠন-পাঠন বন্ধ করে বিক্ষোভ দেখাল ছাত্র-ছাত্রীরা। খবর পেয়ে পুলিশযায় ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ ওঠে। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন, চাকরির কোনও প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। তবে পড়ুয়ারা যাতে চাকরি পায় তার চেষ্টা করবে কলেজ।
|
কাঁকসায় মিছিল
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধের সমর্থনে সিপিএম মিছিল করল কাঁকসায়। কাঁকসা জোনাল অফিস থেকে মিছিল শুরু হয়ে রনডিহা মোড় হয়ে রেল কলোনিতে গিয়ে শেষ হয়। সেখানে বক্তৃতা করেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বীরেশ্বর মণ্ডল। ছিলেন কাঁকসা জোনাল কমিটির সম্পাদক অলোক ভট্টাচার্য।
|
কোথায় কী |
দুর্গাপুর
সুপার ডিভিশন ক্রিকেট। এমএএমসি মাঠ। সকাল সাড়ে ৯টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেল্থ বিষয়ক সচেতনতা শিবির। ধবনী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন। সকাল ১০টা।
উত্তর-পূর্ব ভারতের হস্তশিল্প প্রদর্শনী। গাঁধী মোড় ময়দান। সকাল ১১টা। |
|